নেই পদ্মের উপস্থিতি, মমতার পৌরহিত্যে হাতেখড়ি রাজ্যপালের, ঝরঝরে মালয়ালম বলে চমক মুখ্যমন্ত্রীর

নেই পদ্মের উপস্থিতি, মমতার পৌরহিত্যে হাতেখড়ি রাজ্যপালের, ঝরঝরে মালয়ালম বলে চমক মুখ্যমন্ত্রীর

c4175b3510376ad91a60158b01c243ba

কলকাতা: পদ্ম ছাড়াই রাজভবনে হাতেখড়ি হয়ে গেল রাজ্যপালের৷ শুধু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই নন, রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে এলেন না বিজেপি’র কোনও প্রতিনিধিই। তবে বৃহস্পতিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়৷ তবে সেই পরিচয়ে নয়, ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল হিসাবেই এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন- আনন্দপুরে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অকুস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

বৃহস্পতিবার রাজভবনে মহাসমারোহে পালিত হচ্ছে বাগদেবীর আরাধনা। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে সামিল হয়েছেন রাজ্যের একাধিক নেতা মন্ত্রী থেকে শুরু করে বিনোদন জগতের কুশিলবরা৷ ফলে তিনিই ছিলেন আজ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে৷ ডক্টরেট উপাধি পাওয়া সিভি আনন্দ বোস সরস্বতী পুজোয় স্লেট পেন্সিল নিয়ে ‘অ আ ক খ’ লিখলেন৷ হল তাঁর হাতেখড়ি৷ আজ থেকেই আনুষ্ঠানিকভাবে বাংলা ভাষা শিক্ষা শুরু হল তাঁর। আর সবটাই হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে। শুধু তাই নয়৷ এিন রাজভবনে ছিল আরও চমক৷ মঞ্চ থেকে ঝরঝরে মালয়ালম বলে চমকে দিলেন মুখ্যমন্ত্রী। 

প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় জমানার তিক্ত পর্ব কাটিয়ে আজ অনেকটাই কাছাকাছি রাজভবন এবং নবান্ন। সেই সৌজন্য চিত্রই এদিন ধরা পড়ল আরও একবার৷  এদিকে, সাংবিধানিক প্রধান হয়ে রাজ্যে আসার পর থেকেই বাংলার প্রতি তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন রাজ্যপাল৷ নিজেকে বাংলার ‘দত্তকপুত্র’ বলেও উল্লেখ করেছেন সিভি আনন্দ বোস। জানিয়েছেন, তিনি  বাংলা শিখতে কতটা উৎসাহী।  তাই তো বসন্ত পঞ্চমীর দিনই হয়ে গেল তাঁর হাতেখড়ি৷ আর সেই অনুষ্ঠানে পৌরহিত্য় করলেন খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।