আনন্দপুরে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অকুস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

আনন্দপুরে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অকুস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

475a7bdb5f8aa3729dff2bac41ec54f7

কলকাতা: সরস্বতী পুজোর দুুপুরে আনন্দপুরের চৌবাগা এলাকার প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন৷ ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন৷ আজ কারখানায় ছুটিই ছিল৷ বন্ধ কারখানায় কী ভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে বলে দমকল সূত্রে খবর। 

আরও পড়ুন- কুখ্যাত টোটনের ডেরার এবার পুলিশের স্থায়ী ক্যাম্প, বিলি করা হল শ্রীরামকৃষ্ণ কথামৃত

এদিন বেলা ৩টে নাগাদ ওই গুদামে আগুন লাগে৷ কারখানায় দাহ্য পদার্থ থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে৷ আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়৷ বহু দূর থেকে গুদাম থেকে কালো কুন্ডলী পাকানো ধোয়া বেরতে দেখা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ৷ দমকল সূত্রে খবর, গুদামের ভিতরে কারও আটকে থাকার সম্ভাবনা নেই। কিন্তু কী ভাবে গুদামে আগুন লাগল? গুদামে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি? সেই উত্তর অবশ্য মেলেনি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান। লোকালয়ের মধ্যে গুদামে দাউ দাউ করে জ্বলতে দেখে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল৷ তবে দমকল এসে পরিস্থিতি সামাল দেয়৷