কলকাতা: রাজ্য-রাজ্যপালের সম্পর্কের তিক্ততা কারও অজানা নয়৷ একে অপরকে শব্দবানে বিদ্ধ করাটা কার্যত রোজনামচা৷ শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ফাইলে সই করতে গেলে ‘ব্ল্যাকমেল’ করেন রাজ্যপাল৷
আরও পড়ুন- একটা ইডি দেখালে, আমিও বস্তা ভরে তথ্য দেব, হুঙ্কার মমতার
এদিন তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ওঁনার লোক না হলে ফাইলে স্বাক্ষর করবেন না। ব্ল্যাকমেল করেন রাজ্যপাল। এদিন বিশ্বভারতীর পরিস্থিতি নিয়েও এদিন সরব হন মমতা৷ বিশ্বভারতীর প্রসঙ্গ টেনেই তিনি বলেন, “বিশ্বভারতীর বোর্ড মেম্বার সকলেই বিজেপি। কই রাজ্যপাল এ নিয়ে কিছু বলেন না তো? আমরা একটা ফাইল সই করাতে গেলেই ব্ল্যাকমেল করেন।” তাঁর কথায় গণতন্ত্র বলে কিছু নেই৷ সকলের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে মোদী সরকার৷ এই বিষয়ে কথা বলতে সকলকে একজোট হওয়ার বার্তাও দেন তিনি৷