একটা ইডি দেখালে, আমিও বস্তা ভরে তথ্য দেব, হুঙ্কার মমতার

একটা ইডি দেখালে, আমিও বস্তা ভরে তথ্য দেব, হুঙ্কার মমতার

কলকাতা: TMCP র প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়াল বক্তৃতায কেন্দ্রের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায আক্রমণ শানালেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ তাঁর হুঙ্কারর, অভিষেকের সঙ্গে পারলে, রাজনৈতিক লড়াই লড়ো। একটা ইডি দেখালে, আমিও বস্তা ভরে তথ্য দেব। তিনি আরও বলেন, ‘‘কিছু না হলে আমরাও আদালতে যাব। এত প্রতিহিংসামূলক রাজনীতি আমি আগে দেখিনি। কয়লা চুরিতে শুধু তৃণমূলকে ধরলে হবে? কয়লা কেন্দ্রের বিষয়, রাজ্যের নয়। বিজেপি নেতাদের নিয়ে কেন সিবিআই তদন্তে যাচ্ছে। সব কমিশনকে পলিটিক্যাল বানানো হচ্ছে। 

আরও পড়ুন- অভিষেকের সঙ্গে পারলে রাজনৈতিক লড়াই লড়ো, তোপ মমতার

পিএম কেয়ার্সে কী করে টাকা আসে, আমরা সেটা জানতে চাই। ইডি দিয়ে তদন্ত করা হোক৷ সংসদ ভবন বানানোর কোটি কোটি টাকা আছে, অথচ ভ্যাকসিনের টাকা নেই৷ ডিজেল-পেট্রোল-গ্যাসের দাম এত বাড়িয়েছেন, টাকা কোথায় গেল?  তিনি আরও বলেন, ওদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না৷ কথা বললেই খুন করে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + sixteen =