পুরভোটের প্রস্তুতি জানতে ফের রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব ধনকড়ের

পুরভোটের প্রস্তুতি জানতে ফের রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব ধনকড়ের

কলকাতা:  আরও একবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজভবনে ডেকে পাঠানো হয়েছে তাঁকে৷ কলকাতা পুরসভা নির্বাচনের প্রস্তুতি ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য জানতে চাইবেন রাজ্যপাল৷ টুইট করে সে কথা জানিয়েছেন তিনি৷ 

আরও পড়ুন- ভোট হচ্ছে না, দায়ী রাজ্যপাল! অভিযোগ বিমানের

এর আগে কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। পুরভোটের মুখে ফের তলব৷ প্রসঙ্গত, ৪ ডিসেম্বর কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের পদক্ষেপ জানতে চেয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে বলা হয়েছিল সৌরভ দাসকে৷ আসন্ন পুরভোটে রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে পূর্ণাঙ্গ রিপোর্ট সহ রাজ্যপালের সঙ্গে দেখা করতে বলা হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনারকে৷ কিন্তু সেদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেননি সৌরভ দাস৷ এর পরেই ফের ডেকে পাঠানো হল তাঁকে৷ এদিন টুইট করে ধনকড় বলেন, সাংবিধানিকভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাটা রাজ্য নির্বাচন কমিশনের জন্য বাধ্যতামূলক৷ 

প্রসঙ্গত, একসঙ্গে সবকটি পুরসভায় ভোট করার পক্ষে সওয়াল করেছিলেন রাজ্যপাল৷ এই বিষয়ে সৌরভ দাসের সঙ্গে আলোচনাও করেছিলেন তিনি৷ এক সঙ্গে পুরভোট না হওয়ায় রাজ্য নির্বাচনের কাছে ক্ষোভও উগড়ে দেন৷ কমিশনারকে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার পরামর্শও দেন রাজ্যপাল৷ উল্লেখ্য আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট৷ আজ আদালতে হলফনামা দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে ৬ থেকে ৮ দফায় নির্বাচন চাইছে রাজ্য সরকার।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + eight =