কলকাতা: বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সরকারের সংঘাত যে আছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সরকারের পাশাপাশি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যে তাঁর সংঘাত সময় সময়ে আরও বাড়ছে সেটাও লক্ষ্য করা হচ্ছে। এর আগে একাধিকবার বিধানসভায় দাঁড়িয়ে সরকারের সমালোচনা করে অধ্যক্ষের ক্ষোভের মুখে পড়েছেন রাজ্যপাল। বিমান বন্দ্যোপাধ্যায় নিজেও দাবি করেছেন যে, রাজ্যপাল সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না। এবার হাওড়া পুরসভা সংশোধনী বিল নিয়ে আরও একবার বিতর্কে জড়ালেন দু’জন।
আরও পড়ুন- সাইকেল নিয়ে বামেদের একহাত ফিরহাদের, শোনালেন বর্তমান উন্নয়নের কথা
হাওড়া পুরসভা সংশোধনী বিল আটকে রাখা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিশানা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সুপ্রিম কোর্টের রায় মানছেন না রাজ্যপাল, কিন্তু তাঁর সেটা মানা উচিত। বিমানের অভিযোগ, রাজ্যপালের কাছে বিল পাঠানো হলেও তিনি সেই ব্যাপারে বিধানসভাকে কিছুই জানাননি। জিজ্ঞেস করা হলে বলেন বিল নেই। কিন্তু বহুদিন ধরেই এই বিল আটকে রয়েছে, যার কারণে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। এর একটা বিহিত চাই।
এর আগে অবশ্য বিধানসভার অধ্যক্ষের কাজ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন খোদ রাজ্যপাল। সুতরাং পরস্পরের মধ্যে তিক্ততা বেড়েছে বৈ কমেনি। এখন আবার হাওড়া পুরসভার সংশোধনী বিল সই না করে সেখানকার পুর নির্বাচন আটকে রাখার অভিযোগ উঠে এল রাজ্যপালের বিরুদ্ধে। উল্লেখ্য, বালিকে হাওড়া থেকে আলাদা করে দেওয়া হয়েছে। গত বছর বিধানসভার শীতকালীন অধিবেশনে পাশ হয়েছে ‘দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল, ২০২১’। তাই হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা ৬৬ থেকে কমে ফের ৫০-এ দাঁড়িয়েছে। এখন হাওড়া ও বালি দু’টি পৃথক পুরসভা, দুই জায়গাতেই ভোট বাকি।