লেখাপড়া করতে সমস্যা? অর্থ দেবে সরকার! বড় সহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

লেখাপড়া করতে সমস্যা? অর্থ দেবে সরকার! বড় সহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

কলকাতা: মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, হাই মাদ্রাসা সহ বিভিন্ন পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের নবান্ন থেকে ভর্চুয়ালি সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পড়ুয়াদের সমস্যায় তাঁদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন তিনি৷ পড়ুয়াদের সর্বোতভাবে সাহায্য করার জন্য রাজ্য সরকার সব সময় তাঁদের পাশে রয়েছে বলেও বার্তা তাঁর৷

আরও পড়ুন- রাজ্যপালের তলব ‘এড়ালেন’ স্বরাষ্ট্রসচিব, ডিজিপি! রাজভবনে মুখ্যসচিব, চরম ক্ষুব্ধ ধনখড়!

 

এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে গিয়ে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে হবে৷ পারিবারিক অসঙ্গতির কারণে কোনও পড়ুয়া পড়াশোনায়  মনোনিবেশ করতে না পারলে, পড়াশোনা চালিয়ে যেতে না পারলে চিঠি লিখে সে কথা জেলা শাসককে জানাতে পারবেন তাঁরা৷ কোনও পড়ুয়ার পড়াশোনা করার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, এসপি এবং শিক্ষা দফতরকে তা দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, রাজ্য সরকার বা শিক্ষা দফতরের কোনও সাহায্য চাইলে বা পারিবারিক কোনও সাহায্যের প্রয়োজন হলে জেলা শাসককে চিঠি লিখে তা জানাতে হবে৷ জেলা শাসক ও শিক্ষা দফতরের আধিকারিকরা কথা বলে সেই চিঠি নবান্নে পাঠিয়ে দেবেন৷ অর্থাৎ এক চিঠিতেই হবে সমস্যার সমাধান৷ 

মুখ্যমন্ত্রী বলেন, কিছু পরিবার আছে যাঁদের বই কেনারও সমর্থ নেই, কারও বৃত্তি প্রয়োজন, আবার ছেলেমেয়ের উচ্চ শিক্ষার জন্য কারও বাবার আর্থিক সঙ্গতি নেই, এই বিষয়গুলি যাচাই করে নিতে হবে৷ সর্বোতভাবে এই পড়ুয়াদের সাহায্য করতে হবে৷ শিক্ষা দফতরের আধিকারিকদের কাছে তাঁর অনুরোধ, কোনও ছাত্রছাত্রী চিঠি দিতে চাইলে তা অবশ্যই যেন গ্রহণ করা হয়৷ কার কী সমস্যা জেনে, সেই চিঠি শিক্ষা সচিব মণীষ জৈনের হাতে পৌঁছে হবে৷ কোনও আবেদন নিয়মের বাইরে এলে, সেগুলিকে স্পেশাল বিষয় হিসাবে দেখতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- টিটাগড়ে খুনের নেপথ্যে ‘ব্যক্তিগত শত্রুতা’! মন্তব্যে বিরত থাকার আর্জি পুলিশের

 

ছাত্রছাত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মনে রাখবে জীবনে সবচেয়ে বড় বিষয় হল মানুষের অস্তিত্ব ও  পরিচয়৷ ভালো ফল করে তোমরা নিজস্ব পরিচয় তৈরি করেছ৷ কলকাতা তথা বাংলার শিক্ষা ব্যবস্থা খারাপ নয়৷ আমাদের রাজ্যে বিশ্বের মধ্যে নামকরা বিশ্ববিদ্যালয়ও রয়েছে৷ রাজ্য সরকার ৩০টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে৷ ৫০টি নতুন কলেজ তৈরি করেছে৷ এখানে প্রেসিডেন্সি, সেন্ট জেভিয়ার্স, কলকাতা, যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ও রয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 9 =