শীঘ্রই শিক্ষায় তিন হাজার নিয়োগ, বড় সিদ্ধান্ত মন্ত্রিসভার

শীঘ্রই শিক্ষায় তিন হাজার নিয়োগ, বড় সিদ্ধান্ত মন্ত্রিসভার

কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি এবং অসংখ্য শূন্যপদ নিয়ে রাজ্য জুড়ে শোরগোল বেধেছে৷ এই পরিস্থিতিতে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল৷ প্রায় তিন হাজার পদে নিয়োগের প্রস্তাবে সিলমোহর দিল মন্ত্রিসভা। যদিও ওই  নিয়োগ-প্রস্তাবের অধিকাংশই মাদ্রাসা শিক্ষকের পদে। বাকিগুলি অন্যান্য দফতরে।

আরও পড়ুন- অনুব্রতকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিল পুলিশ,চিকিৎসার পর তুলে দেওয়া হবে ED-র হাতে

নবান্ন সূত্রের খবর, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে ১,৭২৯ জন সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষত শিক্ষা ক্ষেত্রে নিয়োগ ঘিরে বিতর্কের মাঝে নতুন নিয়োগের ব্যাপারে বাড়তি সতর্ক থাকছে প্রশাসন। রাজনীতির কারবারিরা বলছে, পঞ্চায়েত ভোটের আগে নিয়োগ দুর্নীতির বিস্তর অভিযোগে রাজ্য সরকার প্রবল চাপে রয়েছে। তার উপরে দীর্ঘ দিন ধরে ফাঁকা পড়ে রয়েছে এই পদগুলি৷ এর জন্য সরকারকে নিয়মিত তুলোধোনা করছে বিরোধীরা। অন্যদিকে, সাগরদিঘি বিধানসভাও হাতছাড়া হয়েছে তৃণমূলের৷ এই অবস্থায় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

মাদ্রাসা স্কুলে শিক্ষক নিয়োগ ছাড়াও ৭২৮ জন গ্রন্থাগারিক নিয়োগের প্রস্তাব দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পাশাপাশি নিয়োগের বিষয়ে জেলা প্রশাসনগুলিকে একটি করে কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরুলিয়া ও বাঁকুড়ার একলব্য মডেল স্কুলের বিভিন্ন পদে ৭৪ জন, ঝাড়গ্রামে মাওবাদীদের হাতে আক্রান্ত পরিবারগুলির ২২ জনকে হোমগার্ড পদে এবং দু’জন প্রাক্তন কেএলও সদস্যকেও হোমগার্ডের পদে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে৷ কৃষি দফতরে ১২২টি নতুন পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া হবে৷ কালিম্পং এবং ঝাড়গ্রামে সমবায় দফতরের বিভিন্ন পদে ৪৪ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷