Aajbikel

অনুব্রতকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিল পুলিশ,চিকিৎসার পর তুলে দেওয়া হবে ED-র হাতে

 | 
অনুব্রত

কলকাতা: গরু পাচারকাণ্ডে গ্রেফতার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিল আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ তাঁকে আসানসোল সংশোধনাগার থেকে বার করে আনা হয়৷ 

আরও পড়ুন- দোলের দিনই হতে পারে 'কেষ্ট'র দিল্লিযাত্রা, পেশ করা হতে পারে আদালতে

অনুব্রতকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোলার কৃশানু গঙ্গোপাধ্যায় এবং তাঁর এক  সহযোগীকে পাঠিয়েছে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ। কেষ্টর নিরাপত্তার খাতিরে মোতায়েন করা হয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশের এক জন ইনস্পেক্টর, তিন জন সাব ইনস্পেক্টর এবং ১২ জন সশস্ত্র পুলিশের একটি বিশেষ বাহিনী। দেওয়া হয়েছে দু’টি পাইলট গাড়ি। অ্যাম্বুল্যান্সে করে সঙ্গে যাচ্ছেন জেলা হাসপাতালের এক জন চিকিৎসক অমিয়সিন্ধু দাস এবং তাঁর এক জন সহযোগীকে।

কলকাতায় আসার পর প্রথমে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে তৃণমূলের এই দাপুটে নেতাকে৷ সেখানে তাঁর শারীরিক পরীক্ষা করার পর সেই শংসাপত্র নিয়ে ইডির হাতে তুলে দেওয়া হবে। এর পরই তাঁকে নিয়ে আকাশপথে দিল্লি উড়ে যাবেন ইডি আধিকারিকরা। কলকাতা হাই কোর্টের নির্দেশে অনুব্রতের সঙ্গে এক জন চিকিৎসকও দিল্লি যাবেন। রাজধানীতে নামার পরই অনুব্রতকে তোলা হবে রাউস অ্যাভিনিউ আদালতে৷ 

ইডির করা মামলায় অনুব্রতকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করানো হচ্ছে৷ কিন্তু এর জন্য প্রায় দু’মাস ধরে বিস্তর আইনি জটিলতা লক্ষ্য করা গিয়েছে। অবশেষে তাঁকে দিল্লি যেতেই হচ্ছে। এমনকি তিহাড় যাত্রা রুখতে একসঙ্গে কলকাতা এবং দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সভাপতি। উচ্চ আদালতে রায়দানের পরেও নানা আইনি জটিলতা তৈরি হয়েছিল। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর নির্দেশের পরই অনুব্রতকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ।


 

Around The Web

Trending News

You May like