Aajbikel

দোলের দিনই হতে পারে 'কেষ্ট'র দিল্লিযাত্রা, পেশ করা হতে পারে আদালতে

 | 
অনুব্রত

কলকাতা: গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে জটিলতা ছিল। কিন্তু সোমবার আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে এই বিষয় নিয়ে। এবার জানা গেল, মঙ্গলবার অর্থাৎ দোলের দিনই তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে। একই সঙ্গে আগামীকালই তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করাতে চায় ইডি বলে সূত্রের খবর।

আরও পড়ুন- নওশাদ জেল থেকে ছাড়া পেতেই অনুব্রতর কায়দায় বিলি নকুলদানা! ফুরফুরায় উড়ল আবির

আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশ ছিল, অনুব্রত মণ্ডলকে কলকাতায় পৌঁছে দিতে হবে পুলিশকেই। আসানসোল জেল কর্তৃপক্ষ অনুব্রতকে কলকাতা নিয়ে যাবে এবং তাঁকে নিরাপত্তা দেবে আসানসোল পুলিশ। এরপর কেন্দ্রীয় হাসপাতালে তাঁকে চিকিৎসা করিয়ে ফিট সার্টিফিকেট নেওয়ার পর ইডি অনুব্রতকে নিজেদের সঙ্গে নেবে। তারপর তারা তাঁকে নিয়ে বিমানে দিল্লি রওনা হবে। যত দ্রুত সম্ভব এই নির্দেশ পালন করতে হবে। সেই অনুযায়ী অনুমান, মঙ্গলবারই এই কাজ হতে চলেছে। অনুব্রতের স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে নিয়ে দিল্লি রওনা হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। 

তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে আসা হলে, তাঁর ঠিকানা হবে তিহাড় জেল৷ যেখানে রয়েছেন দেশের হাই প্রোফাইল অপরাধী থেকে কুখ্যাত দুষ্কৃতীরা। দিল্লির তিহাড় জেল বহু সাজাপ্রাপ্ত আসামীরই ঠিকানা৷ তিহাড় জেলের বর্তমান জেলার হলেন দীপক শর্মা। যাঁকে এই জেলের ‘সিংহম’ বললেও ভুল হয় না৷ তাঁর দেহসৌষ্ঠব দেখে মোহিত নেটিজেনরাও। দীপককে দেখে সিনেপ্রেমীদের মনে সিংঘম, চুলবুল পাণ্ডের মতো বলিউডি পুলিশ অফিসারের ছবি ধরা দিতে বাধ্য।

Around The Web

Trending News

You May like