অপেক্ষার অবসান, তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো

অপেক্ষার অবসান, তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো

কলকাতা: তাঁকে নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল৷ অবশেষে বুধবার যাবতীয় জল্পনার নিরসন ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো৷ সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিনি৷ এর আগে নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারেন ফেলেইরো৷ 

আরও পড়ুন- নবান্নে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, আজই তৃণমূলে যোগ দিচ্ছেন লুইজিনহো ফেলেইরো

আজ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ উত্তরীয় পরানো হয় বাকি নেতাদেরও৷ তাঁর পর ফেলেইরোর হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় ও সুব্রত মুখোপাধ্যায়৷ উল্লেখ্য, জাতীয় কংগ্রেসের সঙ্গে চার দশকের সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে যোগদান করলেন গোয়ার দু’বারের মুখ্যমন্ত্রী ও ৭ বারের বিধায়ক লুইজিনহো ফেলেইরো৷ অসম, ত্রিপুরা সহ উত্তরপূর্বের সাত রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্বও সামলেছেন তিনি৷ এদিন লুইজিনহো ফেলেইরোর পাশাপাশি তৃণমূল কংগ্রেসে যোগ দেন কংগ্রেসের আরও ১০ কংগ্রেস নেতা৷ আগামীকাল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেবেন আরও কয়েকজন নেতা৷ 

এদিকে ইতিমধ্যেই গোয়ায় পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের চার নেতা সুখেন্দুশখর রায়, ডেরেক ও’ব্রায়েন, মনো তিওয়ারি এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়৷ সেখান তাঁরা জানিয়েছেন, আগামীকাল আরও কিছু নেতা তৃণমূলে যোগ দেবেন৷ এদিন তৃণমূলে  যোগ দিয়ে ফেলেইরো বলেন, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে আমি গর্বিত ও আনন্দিত৷ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি বিজেপি’কে পরাজিত করতে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 11 =