নবান্নে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, আজই তৃণমূলে যোগ দিচ্ছেন লুইজিনহো ফেলেইরো

নবান্নে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, আজই তৃণমূলে যোগ দিচ্ছেন লুইজিনহো ফেলেইরো

1faeba819f7f7242a679eca57f6d50df

কলকাতা:  নবান্নে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো৷ আজই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেবেন তিনি৷ তাঁর আগে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ফেলেইরো৷ কংগ্রেসের হয়ে ত্রিপুরা সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছেন তিনি৷ জাতীয় রাজনীতিতে তিনি পরিচিত মুখ৷ তৃণমূল কংগ্রেসে তাঁর যোগদান নিশ্চিত ভাবেই গোয়ায় এগিয়ে রাখবে ঘাসফুল শিবিরকে৷

আরও পড়ুন- দুর্যোগে আটকে গেলে ভোট দেওয়ার ব্যবস্থা করবে কমিশন!

বুধবার দুপুর ২ টো বেজে ৪০ মিনিটে নবান্নে পৌঁছন ফেলেইরো৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে ঢোকেন তিনি৷ দুটি গাড়িতে চেপে তাঁরা আসেন৷ এর পর নবান্নের ১৪ তলার মুখ্যমন্ত্রীর চেম্বারে বৈঠকে বসেন তিনি৷  তবে শুধু ফেলেইরো নন৷ তাঁর সঙ্গে প্রায় ৯ জন কংগ্রেস বিধায়ক নবান্নে এসেছেন৷ গোয়া কংগ্রেস থেকে পদত্যাগ করার পরেই আজ কলকাতায় পৌঁছন তাঁরা৷ আজই আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস যোগদান করবেন ফেলেইরো ও গোয়া প্রদেশ কংগ্রেসের বাকি নেতারা৷ দলে যোগদান করার পর তাঁরা কী কী দায়িত্ব সামলাবেন, আগামীদিনে তাঁদের ভূমিকা কী হবে, সেই সমস্ত বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হচ্ছে৷ 

বাংলার তৃতীয়বার ক্ষমতায় আসার পর সারা দেশে ক্রমশ শক্তি বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস৷ ত্রিপুরার পর তাদের লক্ষ্য গোয়া৷ এদিকে,  ঘাসফুল শিবিরে যোগ দিতে মঙ্গলবারই শহরে উপস্থিত হন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। তাঁকে নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল৷ আর কিছুক্ষণের মধ্যেই সেই গুঞ্জনের অবসান হতে চলেছে৷ কংগ্রেসের সঙ্গে চার দশকের সম্পর্ক ছিন্ন করে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন ফেলেইরো৷ মোদী বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান মুখ হিসেবে মনে করেন গোয়ার এই বর্ষীয়ান রাজনীতিবিদ। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *