তপন: রাজ্যে বেলাগাম করোনা পরিস্থিতি৷ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ পরিস্থিতি মোকাবিলায় আগামী ৫ মে থেকে রাজ্যে সার্বিক টিকাকরণের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত, ২ মে রাজ্যে ভোটের ফল ঘোষণা হবে৷ এর পরেই শুরু হবে টিকাকরণ কর্মসূচি৷
আরও পড়ুন- কালিয়াগঞ্জে তৃণমূলের এজেন্টকে মারধর, কাঠগড়ায় বিজেপি
রাজ্য কেভিডের বাড়বাড়ন্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই বারবার দুষছেন মমতা৷ তাঁর কথায়, বাইরে থেকে রাজ্যে লোক আনছেন তিনি৷ তাঁরাই এ রাজ্যে করোনা ছড়াচ্ছে৷ এদিন তপনের সভা থেকে মমতা বলেন, ভোটের ফল ঘোষণার পর ১৮ ঊর্ধ্ব সকলকে বিনা পয়সায় করোনার টিকা দেওয়া হবে৷ এই কর্মসূচি শুরু হবে শহর কলকাতা ও শহরাঞ্চলে৷ তিনি বলেন, কলকাতা ও শহরাঞ্চলেই করোনার প্রভাব সবচেয় বেশি৷ তাই এই সব জায়গাতেই প্রথমে টিকা দেওয়া হবে৷ তার পর একে একে টিকা পাবে জেলাগুলি৷
এদিন আত্মবিশ্বাসের সুরেই তিনি বলেন, ‘‘ভোটের ফল ঘোষণা হওয়ার পরই ৫ মে থেকে আমরা সার্বিক টিকাকরণের কাজ শুরু করব৷ ১৮ বছর হলেই টিকা নেওয়া যাবে৷ সরকার বিনা পয়সায় সকলকে করোনার ভ্যাকসিন দেবে৷’’ প্রসঙ্গত, ইতিমধ্যেই করোনা টিকার দাম নিয়ে সংঘাতে জড়িয়েছে রাজ্য৷ সারা দেশে করোনা যে ভাবে বেড়ে চলছে, তার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন তিনি৷ রাজ্য টিকা কিনতে চাইলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ৷
মমতার কথায়, ‘‘কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যকে কিছুই দেয় না। ফের কোভিড সংক্রমণ ছড়াতে শুরু করেছে। আগের বার অনেক টাকা খরচ হয়েছে। বহু মানুষের মৃত্যু হয়েছে৷ আমরা সামলে নিয়েছিলাম। এ বছর কোভিড হওয়ার কথা ছিল না। ছ’মাস আগে সকলকে টিকা দিয়ে দিলেই কোভিড আর হতো না।’’