কালিয়াগঞ্জ: ষষ্ঠ দফার ভোটে অশান্তি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে৷ এখানে তৃণমূলের বুথ এজেন্টকে মারধর ও তাঁর উপর হামলার অভিযোগ উঠল বিজেপি’র বিরুদ্ধে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়৷ পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ৷
আরও পড়ুন- বাগদায় পুলিশের গুলি, বেপরোয়া লাঠিচার্জ, গুলিবিদ্ধ ৩
কালিয়াগঞ্জ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যে ৪৩ নম্বর বুথের ঘটনা৷ বুথের বাইরে ক্যাম্প অফিসে বসেছিলেন তৃণমূলের এক ছাত্র নেতা রাজা ঘোষ৷ তাঁর অভিযোগ, কিছুক্ষণ আগে এখানে বিজেপি’র দুষ্কৃতীরা এসে তাঁকে মারধর করে৷ এর পরেই একজনকে আটক করে নিয়ে যায় পুলিশ৷ বুথের সামনে থেকে ভিড় সরিয়ে দেওয়া হয়৷ কিন্তু এই এলাকায় এখনও উত্তেজনা রয়েছে৷ অন্যদিকে বিজেপি’র তরফে এই মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ তৃণমূল ও বিজেপি দুই পক্ষের লোকজনই এখানে জড়ো হয়ে রয়েছে৷ চাপা উত্তেজনা রয়েছে৷ দুই পক্ষকে আলাদা করার চেষ্টা চলছে৷