কলকাতা: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সম্প্রতি বাম আমলের চাকরি দুর্নীতি নিয়ে বিরাট মন্তব্য করেছিলেন। সিপিএম আমলে দুর্নীতিতে যুক্ত ছিলেন বাবা তথা রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী কমল গুহ, এমনই দাবি ছিল তাঁর। সেই নিয়ে কম চর্চা হচ্ছে না। এবার সিপিএম আমলকে বিঁধলেন আরও এক প্রাক্তন বাম নেতা যিনি আবার বর্তমানে তৃণমূল বিধায়ক। কথা হচ্ছে, উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়ের। তাঁর দাবি, বাম আমলে রাজনৈতিক সিদ্ধান্তে চাকরি হত।
আরও পড়ুন- বেতন, সামাজিক সুরক্ষা নেই! ধর্নামঞ্চে অসুস্থ এক আন্দোলনকারী, সরকারকে হুঁশিয়ারি NSQF-এর
একদা রাজারহাট এলাকার দাপুটে সিপিএম নেতা ছিলেন তাপস। কিন্তু ২০১১ সালে বাংলার রাজনৈতিক পরিবর্তনের পর তিনি তৃণমূল শিবিরে যোগ দেন। এবার এই প্রাক্তন বাম নেতাই সিপিএম আমলের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। তাঁর বক্তব্য, সিপিএম আমলে রাজনৈতিক সিদ্ধান্তে অনেক চাকরি হয়েছে, যার শরিক তিনি নিজেও ছিলেন। এমনকি অনেকের নম্বর কমিয়ে শূন্য করা হয়েছে বলেও বিস্ফোরক দাবি তাঁর। তাপস আরও জোর দিয়ে বলেছেন, রাজারহাটে এমন লোকজনের নাম তিনি বলে দিতে পারেন যারা সিপিএম আমলে চাকরি পেয়েছেন এইভাবে। এক কথায় তাঁর দাবি, আগের আমলে চাকরির ব্যাপারে দল থেকে সিদ্ধান্ত আগে হত, তারপর সেই সিদ্ধান্ত কার্যকর হত।
” style=”border: 0px; overflow: hidden”” title=”সুপারিশে সুজনের স্ত্রীর চাকরি? শুরু রাজনৈতিক লড়াই! TMC’s allegation against Sujan Chakraborty’s wife” width=”560″>
এই মুহূর্তে রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল পরিস্থিতি। কিন্তু শেষ কয়েকদিনে শাসক দল তৃণমূল সিপিএম আমলের দুর্নীতি নিয়ে সরব হয়েছে। প্রথমে বাম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ে প্রশ্ন তোলা হয়। তারপর শতরূপ ঘোষের গাড়ি নিয়েও একাধিক দাবি করা হয়। মাঝে নিজের বাবার ‘দুর্নীতি’ নিয়ে বড় দাবি করেন তৃণমূল নেতা উদয়ন গুহ। এবার তরজার আগুনে আরও ঘি ঢাললেন তাপস চট্টোপাধ্যায়।
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ –এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন