এবার ‘দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ’, মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ শুরু খাদ্য দফতরের

এবার ‘দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ’, মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ শুরু খাদ্য দফতরের

কলকাতা:  বিধানসভা ভোটের আগে শুরু হয়েছিল দুয়ারে সরকার৷ ভোটে জেতার পর শুরু হয়েছে ‘দুয়ারে রেশন’-এর উদ্যোগ৷ পৌঁছে দেওয়া হয়েছে ‘দুয়ারে ত্রাণ’৷ আর এবার ‘দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ’ কর্মসূচির উদ্যোগ নিল রাজ্য খাদ্য দফতর৷রেশন গ্রাহকদের জন্যে এই কর্মসূচি চালু করা হচ্ছে৷ এর জন্য ইতিমধ্যেই ‘ওয়েবেল টেকনোলজি লিমিটেড’ এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ আগামী দুই মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- সৌমিত্রর বেপরোয়া রাঢ়বঙ্গ গঠনের দাবিতে ক্ষুব্ধ দল, তবে কি দিল্লি ডেকে ‘ধমক’ দিলেন নাড্ডা?

এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের ৫ কোটি রেশন গ্রাহকের আধার নম্বর সংযুক্তিকরণ করা হবে৷ এর জন্য এলাকা ভিত্তিক শিবির করা হবে৷ কেন্দ্রীয় সরকারের নিয়ম ও শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক৷ রাজ্যের খাদ্য দফতরের তরফে রেশন ডিলারদের এই বিষয়ে অবগত করা হয়েছে৷ এর জন্য ১১ নম্বর ফর্ম পূরণ করতে হবে৷রেশন ডিলারজের কাছে যে ই-পাস মেশিন রয়েছে, তাতেই অনলাইনে যুক্ত হয়ে যাবে৷ এফ ফলে কোনও গ্রাহক যখন রেশন তুলবেন, তখন তাঁর পরিচয় জানতে পেরে যাবে খাদ্য দফতর৷ 


সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেই রেশন নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই বৈঠকেই দ্রুত আধার সংযুক্তিকরণের নির্দশ দেন তিনি৷ এর পরেই কাজে নামে খাদ্য দফতর৷ তবে অনেক গ্রাহক নিজেরাই ইতিমধ্যে আধার সংযুক্তিকরণ করে নিয়েছেন৷ উল্লেখ্য, ‘এক দেশ এক রেশন’ ব্যবস্থায় এই আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *