সৌমিত্রর বেপরোয়া রাঢ়বঙ্গ গঠনের দাবিতে ক্ষুব্ধ দল, তবে কি দিল্লি ডেকে ‘ধমক’ দিলেন নাড্ডা?

সৌমিত্রর বেপরোয়া রাঢ়বঙ্গ গঠনের দাবিতে ক্ষুব্ধ দল, তবে কি দিল্লি ডেকে ‘ধমক’ দিলেন নাড্ডা?

eb139672b15cfc1935e337ee8d4433b9

কলকাতা:  একদিকে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবিতে সোচ্চার হয়েছেন জল বার্লা৷ অন্যদিকে, জঙ্গলমহল নিয়ে পৃথক রাঢ়বঙ্গ গঠনের দাবি তুলে শোরগোল ফেলেছেন বিষ্ণুপুরের বিধায়ক সৌমিত্র খাঁ৷ যদিও এই দবি খণ্ডন করে দিয়েছেন দিলীপ ঘোষ৷ এরই মধ্যে সৌমিত্রকে দিল্লি তলব করলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷ কবে কি দিল্লি ডেকে সৌমিত্রকে বকা দিলেন নাড্ডা? 

আরও পড়ুন- আরও কমল রাজ্যের দৈনিক সংক্রমণ, অল্প বাড়ল সুস্থতাও

সৌমিত্রর দাবি, ‘‘রাঢ় বঙ্গের মানুষ বঞ্চিত৷ এখানকার মানুষের চাকরি নেই৷ এখানকার মানুষের রোজগারের টাকাও রাজ্যের কোষাগারে যায়৷’’ তিনি আরও বলেন, ‘‘বেশিরভাগ মন্ত্রী থাকেন মুখ্যমন্ত্রীর বাড়ির ৫০ কিলোমিটারের মধ্যে৷ কেন এটা হবে? জঙ্গলমহলের জনগণ কি মানুষ নয়?’’ এর পরেই সৌমিত্রকে দিল্লি তলব নিয়ে বাড়ছে জল্পনা৷ যদিও এই বৈঠকে তাঁদের মধ্যে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তসে বিষয়ে দু’জনের মুখেই কুলুপ৷ সৌমিত্র শুধু জানিয়েছেন, নাড্ডার সঙ্গে বৈঠক হয়েছে তাঁর৷ যদিও রাজনীতির কারবারিদের মতে, ভোটে বিপর্যয়ের পর বঙ্গ ভঙ্গের দাবিতে আখিরে ক্ষতি গেরুয়া শিবিরেরই৷ মানুষের মধ্যে এর খুব একটা ভালো প্রভাব পড়বে না৷ কারণ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন, ‘‘ভোটে হেরে বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি৷ সেটা আমরা হতে দেব না৷ উত্তর-দক্ষিণ মিলেয়েই বাংলা থাকবে৷’’ 

অন্যদিকে, জন বার্লার মন্তব্য নিয়ে হইচই শুরু হতেই বঙ্গ বিজেপি সভাপতি বলেন, ‘‘বিজেপি বাংলা ভাগ চায় না৷ এটা দলের বক্তব্য নয়৷ কেউ বাংলা ভাগের দাবি জানালে সেটা তাঁর ব্যক্তিগত মতামত৷’’ মানুষের মনে যাতে বিরূপ প্রভাব না পড়ে সেজন্যই কি সৌমিত্রকে দিল্লি তলব করে হুঁশিয়ার করে দিলেন দলের সর্বভারতীয় সভাপতি? প্রশ্নটা ঘুরপাক খেতে শুরু করেছে৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *