সিরিয়াল কিলিং থেকে জঙ্গিযোগ, সব জুড়ে যাচ্ছে মালদহ হত্যাকাণ্ডের সঙ্গে

সিরিয়াল কিলিং থেকে জঙ্গিযোগ, সব জুড়ে যাচ্ছে মালদহ হত্যাকাণ্ডের সঙ্গে

কলকাতা: মালদহের কালিয়াচকে বাবা-মা সহ পরিবারের ৪ জনকে খুন করে মাটিতে পুঁতে রাখার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে আর চক্ষুচড়কগাছ হচ্ছে তদন্তকারীদের। মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে যোগ থেকে শুরু করে ব্রিটেনের সিরিয়াল কিলারের সঙ্গে মিল, ঘটনায় মূল অভিযুক্ত আসিফের সঙ্গে সব কিছুর মিল পাওয়া যাচ্ছে। আর এতেই আতঙ্কিত সকলে। তদন্তকারীরা মনে করছে, ইন্ডিয়ান মুজাহিদিন বা অন্য কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে আসিফের যোগ ছিল এবং সে ব্রিটেনের সিরিয়াল কিলারের থেকে ‘অনুপ্রাণিত’! 

সুত্র মারফৎ জানা গিয়েছে, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাড়ি থেকে একবার নিখোঁজ হয়ে গেছিল আসিফ। এমনকি তার বাড়িতে মুক্তিপণের জন্য ফোনও আসে। প্রায় বছরখানেক নিখোঁজ ছিল সে। কিন্তু পরে অবশ্য জানা যায়, ওই কাণ্ড সে নিজেই ঘটিয়েছিল। তবে এই সময় সে কোথায়, কাদের সঙ্গে ছিল, আজ পর্যন্ত জানা যায়নি। পরবর্তী ক্ষেত্রে বাড়ি ফিরে আসিফ কালিয়াচকের চামাগ্রাম হাইস্কুলে ভর্তি হয় সে। সেখান থেকেই সে মাধ্যমিক পাশ করে। আরও জানা গিয়েছে, বয়স ১৯ হলেও বাড়ির ‘মাথা’ ছিল সেই। বাইরের লোকজনের সঙ্গে পরিবারের অন্যান্যরা কথাবার্তা বললে সে শারীরিক এবং মানসিক অত্যাচার করত! তার নির্দেশ অনুযায়ী সকলকে চলতে হত বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা। এই আচরণের থেকেই অনেকে মনে করছেন যে, কোনও এক জঙ্গি সংগঠন তার মগজ ধোলাই করতে পারে। 

আরও পড়ুন: সোনা কেনাবেচায় হলমার্ক বাধ্যতামূলক

এদিকে, আসিফের বাড়ি লাগোয়া এক গুদাম থেকে উদ্ধার হয়েছে রাসায়নিক পদার্থ। তা থেকে গোয়েন্দাদের অনুমান, মৃতদেহ অ্যাসিড বা অন্য কোনও রাসায়নিকে ডুবিয়ে দেহ লোপাটের ছক কষেছিল কালিয়াচক হত্যাকাণ্ডের পাণ্ডা। ব্রিটেনের সিরিয়াল কিলার জন জর্জ হাইয়ের ‘অনুপ্রেরণা’ নিয়ে সে এই কাণ্ড ঘটাতে চেয়েছিল বলে মনে করা হচ্ছে। তার ল্যাপটপ এবং মোবাইলের ইন্টারনেট সার্চ হিস্ট্রি খতিয়ে দেখে জানা গিয়েছে যে সে দীর্ঘক্ষণ ধরে জানার চেষ্টা করেছে যে মৃতদেহ কী ভাবে লোপাট করা যায়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =