শুভেন্দুর গড়ে আরও ‘ধস’, তৃণমূলে পাঁচ কাউন্সিলর

শুভেন্দুর গড়ে আরও ‘ধস’, তৃণমূলে পাঁচ কাউন্সিলর

কাঁথি: বিধানসভা ভোটের পর বিজেপির জন্য পুরো চিত্রটাই যেন বদলে গিয়েছে। একের পর এক কর্মী, নেতা দল ছাড়ছেন। পরিস্থিতি এখন এমন হয়েছে যে খোদ বিজেপির বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় ধরে রাখা মুশকিল হচ্ছে। কারণ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন কাঁথি পুরসভার পাঁচ কাউন্সিলর। এরা প্রত্যেকেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিল। ফলে আরও অস্বস্তিতে বিজেপি।

আরও পড়ুন- স্কুল খোলার দাবিতে SFI-এর বিক্ষোভ, পুলিশি বাধায় ধুন্ধুমার বারাসতে, উত্তপ্ত কলকাতাও

যে পাঁচ জন কাউন্সিলর বিজেপি ছেড়ে ঘাসফুলে এলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পটাশপুরের তৃণমূল বিধায়ক তথা কাঁথি পুরসভা পরিচালন কমিটির সদস্য উত্তম বারিক। বিধানসভা ভোটের আগে যে কজন কাউন্সিলর বিজেপিতে গিয়েছিল তারা সবাই নাকি আবার তৃণমূলে ফিরতে চাইছে। কিন্তু আপাতত পাঁচ জন যোগ দিলেন। এমনটাই জানিয়েছেন উত্তম। এই যোগদানের ফলে এখন কাঁথি পুরসভা ধরে রাখা মুশকিল হবে বিজেপির জন্য। বরং বলা ভাল, এই পুরসভা তৃণমূলের দখলে যাওয়া মাত্র সময়ের অপেক্ষা। তবে কয়েক মাসের মধ্যেই কোনও আবার দল বদলের চিন্তা করলেন ফেরত কাউন্সিলররা? এর জবাব রয়েছে তাদের কাছে।

তৃণমূলে আবার যোগ দেওয়া এক কাউন্সিলর জানাচ্ছেন, বিজেপিতে কাজ করার একদম সুযোগ নেই। বিজেপি শুধু ধর্ম নিয়ে কথা বলে যাচ্ছে, মানুষের পাশে থাকা যাবে না ওই দল করলে। কাজ করার নাকি পরিবেশ নেই বিজেপিতে। তাই তারা এখন গেরুয়া শিবির থেকে সরে আসতে চাইছেন। আরও অভিযোগ, বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা করাতে চাইছে ক্রমাগত। সেটা কেউ মানতে পারছেন না। তবে যারা বিজেপি ছাড়লেন তাদের কটাক্ষ করেছেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি-র সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী। তাঁর কথায়, সুষ্ঠু ভোট হবে, কাঁথি পুরসভা দখল করবে বিজেপি। যারা গিয়েছে তাদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *