কলকাতা: ক্রমেই জোরাল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি৷ স্কুল খোলার দাবিতে বারাসতে জেলাশাসকের দফতরের সামনে এসএফআই-এর বিক্ষোভে রণক্ষেত্র৷ একই দাবিতে কলকাতাতেও বিক্ষোভ করে এসএফআই৷ এয়ারপোর্ট ১নম্বর গেটের কাছে এসএফআই-এর মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে৷ মোতিলাল কলোনির কাছে মিছিল আটকায় পুলিশ৷ এসএফআই সদস্যদের সঙ্গে শুরু হয় পুলিশের ধস্তাধ্বস্তি৷ প্রায় ৫০ জন এসএফআই কর্মীকে আটক করে দমদম থানার পুলিশ৷
আরও পড়ুন- ফেব্রুয়ারির মাঝামাঝি স্কুল খুলে দেওয়া হোক, বলল মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা বোর্ড
অন্যদিকে স্কুল খোলার দাবি জানিয়ে এদিন বিক্ষোভকারীরা জোড় করে বারাসতে জেলাশাসকের দফতরে ঢুকতে গেলে ধুন্ধুমার কাণ্ড বাধে৷ তাঁদের বাধা দেয় পুলিশ৷ সিঁড়ির মধ্যেই শুরু হয়ে লাঠিচার্জ৷ লাঠির আঘাতে আহত হন বেশ কয়েকজন এসএফআই কর্মী৷ প্রতিবাদে চাঁপাডালি মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা৷ পরে পুলিশ এসে সেই অপরোধ তুলে দেয় এবং বেশ কয়েক জন এসএফআই নেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়৷ এর পরেই মিছিল করে তাঁরা বারাসত থানার দিকে এগোতে থাকে৷
এক এসএফআই কর্মী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ভাবে যাচ্ছিলাম৷ পুলিশ আমাদের উপর বেধরক লাঠিচার্জ করেছে৷ বহু সদস্য আহত হয়েছে৷ আমাদের নেতৃত্বকে গ্রেফতার করা হয়েছে৷ আমরা তাঁদের থানা থেকে ছাড়িয়ে আনতে যাচ্ছি৷’ আরও এক কর্মীর কথায়, ‘পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করেছে৷ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব আমরা৷ স্কুল খোলার দাবিতে জেলায় তো বটেই, প্রয়োজনে সারা পশ্চিমবঙ্গে আন্দোলন করব৷’
প্রসঙ্গত, করোনা আবহে প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে স্কুল কলেজ৷ কোভিড বিধি মেনে রাজ্যে সব কিছু স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান৷ ফলে ক্রমেই জোরাল হচ্ছে স্কুল খোলার দাবি৷ জেলায় জেলায় চলছে আন্দোলন৷ এরই মধ্যে মুখ্যমন্ত্রী অ্যাডভাইসরি কমিটির পরামর্শ, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে খোলা যেতে পারে স্কুল৷