কলকাতার দুর্গা পুজোর ইতিহাসে এই প্রথম, ‘মায়ের হাতেই হবে মাতৃবন্দনা’

কলকাতার দুর্গা পুজোর ইতিহাসে এই প্রথম, ‘মায়ের হাতেই হবে মাতৃবন্দনা’

কলকাতা: লিঙ্গ বৈষমের বেড়াজাল ভেঙে পুরষতান্ত্রিক সমাজের বুকে নজির গড়েছিলেন নন্দিনী ভৌমিক৷ এর পর পুজো পার্বনে বারে বারে দেখা গিয়েছে মহিলা পুরোহিতদের৷ এমনকী বহু বিয়েতেও আজকাল পৌরহিত্য করেন মহিলারা৷  ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’ ছবিতেও তুলে ধরা হয়েছিল মহিলা পুরোহিতের সংগ্রামের কাহিনী৷ এবার নজির গড়তে চলেছে দক্ষিণ কলকাতার একটি বারোয়ারি৷ মা দুর্গার আরাধনার দায়িত্ব মহিলা পুরোহিতের হাতে সঁপতে চলেছে তাঁরা৷ মায়েরাই করবে মাতৃ বন্দনা৷ 

আরও পড়ুন- ‘মূর্খের অশেষ দোষ’, দিলীপের ভুলে ভরা বানানের প্ল্যাকার্ড নিয়ে খোঁচা তথাগতর

কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে এই প্রথম৷ এক কথায় অসাধ্যসাধন করতে চলেছেন দক্ষিণ কলকাতার ৬৬ পল্লি দুর্গাপুজো কমিটি৷ দুর্গাপুজোর দায়িত্ব চার মহিলা পুরোহিতের হাতে অর্পণ করতে চলেছে তাঁরা৷ যে চার পুরোহিত পুজোর দায়িত্ব থাকবেন, তাঁরা হলেন, নন্দিনী, রুমা, সেমন্তী এবং পৌলমী। বলাই বাহুল্য তিলোত্তমার মাতৃবন্দনায় এবছর অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ হতে চলেছে ৬৬ পল্লি৷ পুরুষতান্ত্রিকতার তকমা  ঘুঁচিয়ে হবে নারীশক্তির জয় গান৷ 

আরও পড়ুন- নন্দীগ্রাম মামলায় জরিমানার ৫ লক্ষ টাকা জমা দিলেন মুখ্যমন্ত্রী

ফি বছর পুজোর থিমে ৬৬ পল্লিতে থাকে নতুন চমক। গতবার সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে যে তিনটি মণ্ডপে ‘সত্য’যুগের ঝলক দেখা গিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ৬৬ পল্লি। কালজয়ী সিনেমা অপু ট্রিলজি-কে থিমে তুলে ধরেছিল, ৬৬ পল্লি, বাদাতলা আষাঢ় সংঘ এবং নেপাল ভট্টাচার্য স্ট্রিট পুজো কমিটি। গত বছর ৬৬ পল্লির থিমের দায়িত্ব সামলানো দুই শিল্পী ঈশিকা চন্দ ও দীপ দাসের দক্ষ কাঁধে এবারও দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আগামী ২২ আগস্ট খুঁটিপুজোর মধ্যে দিয়ে পড়বে ঢাকে কাঠি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 10 =