কলকাতা: সংসদে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ধর্না দিয়েছিল বিজেপি। সেই ধরনায় নেতা-নেত্রীদের হাতে ছিল এক এক রকমের প্ল্যাকার্ড এবং তাতে বিভিন্ন লেখা। ধর্না দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। কিন্তু তার প্ল্যাকার্ডে যে বানান লেখা ছিল তা দেখে চক্ষুচড়কগাছ হয়েছে সকলের। ‘কন্নাশ্রী’, ‘চাহিনা’, এই ধরনের বানান দেখে স্বাভাবিকভাবেই প্রকাশ্যে কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে। এবার এই ইস্যুতেই মুখ খুলে আরো জল্পনা তৈরি করলেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। পরোক্ষে দিলীপ ঘোষকেই একহাত নিয়েছেন তিনি।
বানান বিভ্রাট প্রসঙ্গে টুইট করে তথাগত রায় লিখেছেন, “এইজন্যই বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন, ‘মূর্খের অশেষ দোষ’। পোস্টারটা যে ছেপেছে তার কথা বলছি। বাংলা বর্ণমালার হ্রস্ব-ই বর্ণটা পর্যন্ত চেনে না!” এই দুইটা দিলীপ ঘোষের কোনরকম উল্লেখ না থাকলেও এবং তিনি কার উদ্দেশ্যে এই টুইট লিখেছেন সেটা উল্লেখ করে দিলেও রাজনৈতিক মহলের একাংশের দাবি অনেক কিছু না বলেও আসল কথা বলে দিয়েছেন তথাগত। যে প্ল্যাকার্ড লিখেছে তার ভুল হতে পারে ঠিকই, কিন্তু যে সেটা ধরে প্রতিবাদ দেখাচ্ছে সেও কি বানান ভুল না ঠিক সেটা দেখে নেবে না? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।
এই জন্যেই বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন, “মূর্খের* অশেষ দোষ”।
*পোস্টারটা যে ছেপেছে তার কথা বলছি।
বাংলা বর্ণমালার হ্রস্ব-ই বর্ণটা পর্যন্ত চেনা
যাচ্ছে না ! pic.twitter.com/InVpWsoaIC— Tathagata Roy (@tathagata2) August 12, 2021
এই প্রসঙ্গে আবার পাল্টা দিলীপ ঘোষ জানিয়েছেন, তথাগত রায় বলের বর্ষিয়ান নেতা তাই তার টুইটের বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। যদিও এই ইস্যুকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তাদের তরফ থেকে বলা হচ্ছে, বিজেপি সোনার বাংলা তৈরি করতে চেয়েছিল কিন্তু বাংলা ভাষাটাই ঠিক করে জানে না। আগে ওদের উচিত বাংলা ভাষাটা ভালো করে জানা তারপর বাংলা নিয়ে ভাবা। প্রসঙ্গত, সংসদে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ধর্ণায় সামিল হয়েছিলেন দিলীপ ঘোষ ছাড়াও দেবশ্রী চৌধুরী সহ আরো অনেকে।