কুকর্ম থেকে বাঁচতে অমিত শাহের পা ধরেছে শুভেন্দু, আক্রমণ ফিরহাদের

কুকর্ম থেকে বাঁচতে অমিত শাহের পা ধরেছে শুভেন্দু, আক্রমণ ফিরহাদের

কাঁথি:  ‘অধিকারী গড়’ কাঁথির জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ শুভেন্দুকে ধান্দাবাজ বলে তোপ দাগলেন তিনি৷ পরিবারতন্ত্র নিয়ে বিঁধলেন ভারতীয় জনতা পার্টিকে৷ 

আরও পড়ুন- ‘একুশে বদলও হবে, বদলাও হবে’, হুঙ্কার দিলীপের

এদিন ফিরহাদ বলেন, এত বছর ধরে যে আদর্শে বিশ্বাস করলেন, শুধুমাত্র জেল যাবার ভয়ে সেই আদর্শ ত্যাগ করলেন শুভেন্দু অধিকারী৷ ততে যেটা হয়েছে তা ভালোর জন্যই৷ কাঁথিতে এখন মুক্ত বাতাস বইছে এখানে৷ সবাই বলছে আমরা বেঁচে গেলাম৷ এখনও আর কোনও রাজা বোঝা হয়ে থাকবে না৷ আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে ফিরহাদ হাকিম আরও বলেন, ‘‘যে পুঁজিবাদি দল কৃষকদের বিক্রি করে, সেই দলের নেতা অমিত শাহের পা ধরলেন শুভেন্দু৷ তাঁর পায়ে ঠাঁই চাইলেন৷ বললেন, সব কুকর্ম থেকে বাঁচান৷ এটা অত্যন্ত লজ্জার৷ তাঁর সহকর্মী বলতে নিজেদের লজ্জা বোধ হয়৷’’ তাঁর কথায়, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধোকা দেননি, তিনি ধোকা দিয়েছেন সাধারণ মানুষকে৷ একদিন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে যে সম্মান দিয়েছিলেন৷ আজ সেই সম্মান আর তাঁর নেই৷ 

পরিবারতন্ত্র নিয়েও বিজেপিকে তুলোধোনা করলেন ফিরহাদ৷ একের পর এক উদাহরণ তুলে গেরুয়া শিবিরকে বিঁধলেন তিনি৷ পুরমন্ত্রী বলেন, ২০০১, ২০০৪, ২০০৬, ২০০৯ সালে শুভেন্দু অধিকারী মনোনয়ন পেয়েছিলেন শিশিরবাবুর ছেলে বলে৷ তিনি কোনও আন্দোলন থেকে উঠে আসোনি৷ ‘‘কিন্তু আমার বাবা-মা কেউ কোনও দিনও রাজনীতি করেননি৷ তাই সিঁড়ি দিয়ে লড়াই করে আমি উঠেছি৷ তুমি উঠেছ লিফট দিয়ে৷ শিশির অধিকারীর সন্তান না হলে এই জায়গায় আসতে পারতে না৷’’ তাঁর কথায়, তৃণমূলে কোনও পরিবারতন্ত্র নেই৷ আমরা চাই আমাদের আদর্শ নিয়ে পরবর্তী প্রজন্ম লড়াই করুক৷ আমরা একদিন মরে যাব, কিন্তু এই আদর্শ থেকে যাবে৷ এই আদর্শ দিয়েই পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে চাই৷ 

আরও পড়ুন- সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছে, মেদিনীপুর ক্ষমা করবে না! আক্রমণ সৌগতর

তিনি বলেন, বিজেপি’তে পরিবারতন্ত্র নেই? বসুন্ধরা রাজের  পরিবারের সন্তান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ বিজেপি’র বড় নেতা৷ পীযূষ গোয়েলের বাবা বিজেপি নেতা ছিলেন না? অনুরাগ ঠাকুর কার ছেলে? পূনম মহাজন কি প্রমোদ মহাজনের মেয়ে নল? প্রিয়াঙ্কা মুণ্ডে কি গোপীনাথ মুণ্ডের মেয়ে নন? সুর উঁচিয়ে ফিরহাদ আরো বলেন, অমিত শাহর ছেলে জয় অমিত শাহ কোন দিন ক্রিকেট খেললেন? কিন্তু উনি ক্রিকেট প্রশাসনের অন্যতম মাথা৷ এটা কি পরিবারতন্ত্র নয়?     রাজনাথ সিং-এর ছেলে বিধায়ক৷ কৈলাস বিজয়বর্গীয়ের ছেলে বিজেপি নেতা৷ এই পরিবারতন্ত্র বিজেপি’তেই সবচেয়ে বেশি৷ আমরা পরিবারতন্ত্র করি না৷ আমরা আমাদের আদর্শে দীক্ষিত করে পরবর্তী প্রজন্মকে তৈরি করি৷ 

তাঁর কথায়, মানুষই বাঘ তৈরি করে, আবার মানুষই ইঁদুর তৈরি করে৷ আপনারাই ঠিক করবেন শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ কী হবে৷ আমরা আছি, আমরাই থাকব৷ এখানকার ১৬টি আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + seventeen =