Aajbikel

'এই পার্থদাকে আমি চিনতাম না,' নিয়োগ দুর্নীতিকে প্রাক্তন সতীর্থকে নিয়ে বিস্ফোরক ফিরহাদ

 | 
ফিরহাদ হাকিম

কলকাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার গত বছর জুলাই মাসে ইডি-র হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতার হওয়ার পরেই তাঁকে সাসপেন্ড করে দল৷ যদিও বিধায়ক পদ ছাড়েননি তিনি৷ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে উত্তাল পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ প্রথম দিন পরীক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের পরেই প্রাক্তন সতীর্থকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্যে শোরগোল বেধেছে৷ 

আরও পড়ুন- প্রাপ্ত নম্বর ১৭ বেড়ে হয়েছিল ৫২! বিয়ের পরের দিনই চাকরি গেল 'সরকারি চাকুরে' পাত্রের

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন ফিরহাদ বলেন, ‘‘কী হয়েছে আমি জানি না, তবে যেটা হয়েছে সেটা কখনই কাম্য নয়। টাকা নিয়ে চাকরি দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা এখনও আদালতে প্রমাণ হয়নি। এমনটা সত্যি হলে, তা অত্যন্ত লজ্জার।’’ এরপরেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ফিরহাদ। তিনি বলেন, ‘‘এই পার্থদাকে আমি চিনতাম না। বহু বছর পার্থদার সঙ্গে রাজনীতি করছি। আমি স্বপ্নেও কোনওদিন ভাবতে পারিনি যে কেউ টাকা নিয়ে চাকরি দেবে।’’


তাঁর আরও সংযোজন, ‘‘আমরা প্রত্যেকে চাই যে পার্টির ছেলেরা চাকরি পাক, বেকার ছেলেরা চাকরি পাক। কারও অধিকার কেড়ে অন্য কাউকে যদি চাকরি দিয়ে থাকে তবে সেটা অন্যায়, সেটা পাপ।’’ তবে দলনেত্রীর উপর আস্থা অটুট রয়েছে ফিরহাদের৷ তিনি বলেন, ‘‘সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়৷ চাঁদের গায়ে দাগ থাকতে পারে কিন্তু, তাঁর গায়ে কোনও দাগ নেই। তিনি কোনও অন্যায় করতে পারেন না। তিনি কাউকে বিশ্বাস করে থাকতে পারেন, সেটা ভুল নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে ঠকেছেন। কিন্তু এত বড় সংগঠন, বিশ্বাস রাখতেই হবে।" 


 

Around The Web

Trending News

You May like