‘দিল্লি থেকে ক্লাইভ এসেছে বাংলা দখল করতে,’ নমোকে তীব্র কটাক্ষ ফিরহাদের

‘দিল্লি থেকে ক্লাইভ এসেছে বাংলা দখল করতে,’ নমোকে তীব্র কটাক্ষ ফিরহাদের

18452712e76ccf31e6477e495fe050b5

লালগোলা:  বঙ্গ ভোটে বাকি আরও ছয় দফা৷ তার আগে প্রচারে কোনও ফাঁক রাখতে চাইছে না শাসক দল৷ আজ লালগোলায় সভা করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে৷ একহাত নিলেন আসাদউদ্দিন ওয়াইসিকে৷

আরও পড়ুন-  ‘সিঙ্গুরের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন দিদি, শিল্পের পথ রুখে গর্ব করছেন’, তোপ মোদীর

এদিন মুর্শিদাবাদের ভোটারদের সতর্ক করে ফিরহাদ বলেন, কে কী বলল তা শুনে একটা ভোটও নষ্ট করবেন না৷ মুর্শিদাবাদে বেশিরভাগই মানুষই সংখ্যালঘু৷ সেই সংখ্যালঘু ভোট ভাগ করার জন্যে কখনও হায়দরাবাদ থেকে নেতা আসছেন, কখনও ভাইজান আসছেন৷ সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপি’কে জেতানোর চক্রান্ত করা হচ্ছে৷ ‘ডিভাইড অ্যন্ড রুল’ চলাতে চাইছে৷ আপনাদের এই মুর্শিদাবাদেই একসময় সিরাজের খুনে রাঙা হয়েছিল ক্লাইভের খঞ্জর৷ আজকে আরও একটা নতুন ক্লাইভ এসেছে৷ আর সেটা হল নরেন্দ্র মোদী৷ সেই ক্লাইভ আমাদের বাংলাকে দখল করতে চাইছে৷ তিনি বলেন, এক সময় এই মুর্শিদাবাদের মানুষ পাকিস্তানে যেতে চাননি৷ বলেছিলেন, আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষেই থাকব৷ সেই মানুষরা আজ এই ক্লাইভকে আটকান৷ আজকেও মীরজাফর আছে৷ যারা এখান থেকে পালিয়ে ওখানে যাচ্ছে৷ তাদের আপনাদেরই চিহ্নিত করতে হবে৷ তাই নিজের ভোটটাকে নষ্ট করবেন না৷ 

ফিরহাদের কথায়, আপনারা সবাই মুদিখানা দোকানে যান৷ অনেকেরই খাতা আছে৷ সেই খাতায় ধারদেনাও হয়৷ পয়লা বৈশাখ আসছে৷  পুরনো টাকা না মেটালে নতুন ধার কি পাবেন? তাহলে যখন বিজেপি আসছে, তখন কেন বলছেন না ২০১৪ সালে ধার নিয়ে গিয়েছেন ২০১৯ সাল কেটে গিয়েছে৷ এবার ২০২১ সালে আমার দেনা ফেরত দিন৷ বিজেপি’র প্রার্থী ভোট চাইলেই  বলুন, আমার অ্যাকাউন্ট নম্বরটা লিখে নিন, আগে পুরনো টাকা ফেরত দিন৷ আগে ১৫ লাখ দিন৷ 

আরও পড়ুন- ‘দিদি এবার পরাজয় স্বীকার করে নিন’, চরম কটাক্ষ মোদীর

মোদীকে কটাক্ষ করে পুরমন্ত্রী আরও বলেন, দাড়িওয়ালা এসে বলছেন, আমরা আপনাদের জন্য সোনার বাংলা বানাবো৷ সোনার বাংলা কী বানাবে? একটা সোনার বাংলা ক্লাইভ নিয়ে চলে গেল৷ আর একটা সোনার বাংলা আপনি লুঠ করতে এসেছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে মজবুত করেছে৷ সেই বাংলায় লড়তে আসছে৷ আদানি, আম্বানির হাতে সব তুলে দেবে৷ তাই নতুন করে ওঁনাকে সোনার বাংলা বানাবে হবে না৷ সোনার বাংলার দরকার নেই৷ খাদ্যশ্রী, রুপশ্রী, যুবশ্রীর বাংলা থাক৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *