গুরুত্বপূর্ণ পদ গেল ফিরহাদের, কী কারণে এমন সিদ্ধান্ত, জল্পনা

গুরুত্বপূর্ণ পদ গেল ফিরহাদের, কী কারণে এমন সিদ্ধান্ত, জল্পনা

কলকাতা: সামনে পঞ্চায়েত ভোট। তার জন্য বিভিন্ন ক্ষেত্রে একাধিক সিদ্ধান্ত নিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল। এই পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরানো হল ফিরহাদ হাকিমকে। তাঁর জায়গায় এসেছেন তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া হল তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। 

আরও পড়ুন- নওশাদ জেল থেকে ছাড়া পেতেই অনুব্রতর কায়দায় বিলি নকুলদানা! ফুরফুরায় উড়ল আবির

জানা গিয়েছে, বুধবার ফুরফুরা শরিফ যাচ্ছেন তপন দাশগুপ্ত এবং আগামীকালই পীরজাদাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, এই রদবদলের মূল কারণ সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হার। মনে করা হচ্ছে, সংখ্যালঘু ইস্যু নিয়ে তৃণমূল বেশ চাপে পড়ে গিয়েছে সাগরদিঘির ফলাফল দেখে। তাই আরও বাড়তি চেষ্টা করা হচ্ছে তাদের সমর্থন আরও মজবুত করতে। এই কারণেই ফুরফুরা শরিফে এই বদল ঘটানো হল, যা আদতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেই মত অধিকাংশের।