×

গুরুত্বপূর্ণ পদ গেল ফিরহাদের, কী কারণে এমন সিদ্ধান্ত, জল্পনা 

 
firhad

কলকাতা: সামনে পঞ্চায়েত ভোট। তার জন্য বিভিন্ন ক্ষেত্রে একাধিক সিদ্ধান্ত নিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল। এই পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরানো হল ফিরহাদ হাকিমকে। তাঁর জায়গায় এসেছেন তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া হল তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। 

আরও পড়ুন- নওশাদ জেল থেকে ছাড়া পেতেই অনুব্রতর কায়দায় বিলি নকুলদানা! ফুরফুরায় উড়ল আবির

জানা গিয়েছে, বুধবার ফুরফুরা শরিফ যাচ্ছেন তপন দাশগুপ্ত এবং আগামীকালই পীরজাদাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, এই রদবদলের মূল কারণ সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হার। মনে করা হচ্ছে, সংখ্যালঘু ইস্যু নিয়ে তৃণমূল বেশ চাপে পড়ে গিয়েছে সাগরদিঘির ফলাফল দেখে। তাই আরও বাড়তি চেষ্টা করা হচ্ছে তাদের সমর্থন আরও মজবুত করতে। এই কারণেই ফুরফুরা শরিফে এই বদল ঘটানো হল, যা আদতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেই মত অধিকাংশের। 

সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের সম্পর্কে জানতে চেয়েছিলেন। অনেকের ধারণা হয়েছে, সাগরদিঘির ফল দেখার পর তৃণমূল শিবির মনে করছে যে সংখ্যালঘুরা হয়তো ধীরে ধীরে তাদের থেকে মুখ ফেরাচ্ছে। অন্যদিকে সংখ্যালঘুদের কাছে পীরজাদা নওশাদ সিদ্দিকীর গ্রেফতারি ও দীর্ঘদিন তাঁর জেলে আটকে থাকা নিয়ে নেতিবাচক মনোভাবও সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষিতে মূল বিষয় জানার জন্য দুই সংখ্যালঘু নেতা-নেত্রীকে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া তিনি আলাদ করে এও জানতে চান যে সংখ্যালঘুরা রাজ্যের সব প্রকল্প সম্পর্কে অবগত কিনা, প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কিনা।

From around the web

Education

Headlines