অভিযোগপত্র ছিঁড়ে ফেলতে পারে কমিশন! প্রিয়াঙ্কাকে একহাত ফিরহাদের

অভিযোগপত্র ছিঁড়ে ফেলতে পারে কমিশন! প্রিয়াঙ্কাকে একহাত ফিরহাদের

কলকাতা: ডিসি সাউথের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি দাবি করেছেন যে, তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে! তাঁর হাত ধরে টেনেছেন ডিসি সাউথ। এই অভিযোগে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে গেরুয়া বাহিনী। অন্যদিকে, খোদ প্রিয়াঙ্কা ‘প্রমাণ’স্বরূপ ছবি পোস্ট করেছেন। এই ইস্যুতে উত্তাল শহর তথা রাজ্যের রাজনীতি। এবার এই ইস্যুতে মুখ খুলে প্রিয়াঙ্কাকে একহাত নিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বললেন, কমিশন ওই অভিযোগপত্র ছিঁড়ে ফেলতে পারে। 

আরও পড়ুন- মানুষের টাকা নিয়ে চুপচাপ বসে থাকব না! স্পষ্টবক্তা বাবুল

কিছুদিন আগে কমিশনের এক নোটিশ প্রসঙ্গে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা জানিয়েছিলেন যে, তিনি অনেক নোটিশ পান, কিছু পড়েন, কিছু ছিঁড়ে ফেলে দেন। এদিকে ‘শ্লীলতাহানি’ ইস্যুতে তিনি অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনে। তাই সেই ইস্যুতে টেনেই ফিরহাদ প্রিয়াঙ্কাকে খোঁচা দিয়ে বললেন, মিথ্যে, ভুয়ো অভিযোগ করা হয়েছে ডিসি সাউথের নামে। বিজেপি প্রার্থীর যদি ক্ষমতা হয় কমিশনের নোটিশ ছিঁড়ে ফেলার তাহলে কমিশনও পারে এই রকম ভুয়ো অভিযোগ পত্র ছিঁড়ে ফেলতে। এই মন্তব্য করে তিনি যে ডিসি সাউথকে একেবারে ক্লিনচিট দিলেন তা বলাই বাহুল্য। 

আরও পড়ুন- ‘বাবুল একা নয়, এখনও কিছু বিশ্বাসঘাতক পড়ে রয়েছে,’ বিস্ফোরক তথাগত রায়

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মগরাহাটের মৃত বিজেপি নেতা মানস সাহার মরদেহ নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। এই প্রতিবাদের নেতৃত্বাধীন ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন, ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়াল ছাড়াও সাংসদ অর্জুন সিং সহ আরও অনেকে। তারা প্রথমে মানস সাহার দেহ নিয়ে কেওড়াতলার দিকে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে ঘুরে যান। তাঁদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভাঙার অভিযোগ আনে পুলিশ। ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। বিজেপির অভিযোগ, এই সময়ই প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং অন্যান্য মহিলা নেতৃত্বকে শারীরিকভাবে হেনস্থা করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =