ভুয়ো টিকা থেকে বাঁচার পথ দেখালেন ফিরহাদ, দিলেন সতর্কবার্তা

ভুয়ো টিকা থেকে বাঁচার পথ দেখালেন ফিরহাদ, দিলেন সতর্কবার্তা

কলকাতা: শহর কলকাতার কসবার ভুয়ো টিকাকরণ কেন্দ্র এবং ভ্যাকসিন কাণ্ড নিয়ে আলোচনার শেষ নেই এবং আতঙ্ক এখনো বহাল। শহর তথা রাজ্যের অন্যান্য জায়গায় যারা ভ্যাকসিন নিতে যাচ্ছেন তাদের মনেও শঙ্কা রয়েছে যে তারা ভুল ভ্যাকসিন নিয়ে ফেলছেন না তো? এই পরিস্থিতির মধ্যে সকলকে আশ্বস্ত করার প্রেক্ষিতে সতর্ক বার্তা দিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। কিসের ভিত্তিতে কোন টিকাকরণ কেন্দ্রে ভ্যাকসিন নিতে যাবেন সেই ব্যাপারে সকলকে অবগত করলেন তিনি। কসবা কাণ্ডের মত আর কোন ঘটনা যাতে শহরের বা রাজ্যের অন্য কোথাও না ঘটে সে ব্যাপারে নিশ্চিত হতেই সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিন ফিরহাদ জানান, যেখান থেকে ভ্যাকসিন নেওয়া হচ্ছে সেই জায়গা আদতে সঠিক কিনা তা জানার জন্য ‘সিভিসি’ নম্বর দেখে টিকা নিতে হবে। এই ‘সিভিসি’ নম্বর হল, যে যে টিকা ক্যাম্পগুলি কেন্দ্রীয় সরকারের কো-উইন পোর্টালে নথিভুক্ত, তাদের একটি নির্দিষ্ট নম্বর। কো-উইন পোর্টালে স্লট বুক করলে বা পুরসভার স্লট বুকিং নম্বরে এসএমএস করলে এই সিভিসি নম্বর দিয়ে দেওয়া হয়। কোনও ক্যাম্পের সিভিসি নম্বর যদি না থাকে তাহলে সেখানে থেকে যেন কেউ টিকা না নেন, এই পরামর্শ দিয়েছেন ফিরহাদ। একই সঙ্গে জন সাধারণকে আরও বেশি করে সতর্ক থাকার জন্য আবেদন করেছেন তিনি। অন্যদিকে, রাজ্যে যে ভ্যাকসিনের অভাব রয়েছে তাও মেনে নেন রাজ্যের মন্ত্রী। এই প্রেক্ষিতেই জানান হয়েছে, আপাতত দু’দিন কলকাতায় শুধুমাত্র দ্বিতীয় ডোজ়ের প্রাপকদের টিকা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- ফের ধাক্কা উচ্চ প্রাথমিকে, কারা মামলা করছে? চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

ভুয়ো টিকা কাণ্ডে ইতিমধ্যেই ব্যাপক চাপে রাজ্য সরকার। এদিনই আবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে রিপোর্ট চেয়েছে আগামী দু’দিনের মধ্যে। যদিও জাল ভ্যাকসিন নিয়ে পরোক্ষে বিজেপির দিকেই আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, জাল ভ্যাকসিন সংক্রান্ত যে ঘটনা ঘটেছে সেটা বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনায় বিজেপির ইন্ধন থাকতে পারে বলে মনে করছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে এবং বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্য গুজরাটে দলের অফিস থেকে ভ্যাকসিন বিলি করা হচ্ছিল কিন্তু সে ব্যাপারে কিছু বলা হয়নি বলে আক্রমণ করেন তিনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − 1 =