কলকাতার পরবর্তী মেয়র কে? নাম ঘোষণা করে দিলেন মমতা

কলকাতার পরবর্তী মেয়র কে? নাম ঘোষণা করে দিলেন মমতা

95b936be6b7e6d3b99003a6c4006ec0c

 

কলকাতা:  জল্পনার অবসান৷ বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে  কলকাতা পুরসভার পরবর্তী মেয়রের নাম ঘোষণা করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ আস্থা রাখলেন ফিরহাদ হাকিমের উপরেই৷ মমতা জানান, কলকাতা পুরসভার পরবর্তী মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম৷ অন্যদিকে, চেয়ারম্যান হিসাবে তিনি বেছে নেন সাংসদ মালা রায়কে৷ 

আরও পড়ুন- ‘যত জিতব, তত বেশি নম্র হতে হবে’, জয়ী প্রার্থীদের বার্তা মুখ্যমন্ত্রীর

এদিন কলকাতা পুরসভার চেয়ারম্যান হিসাবে মালা রায়ের নাম প্রস্তাব করেন সুব্রত বক্সি৷ এর পরেই সমস্ত হাইজ এই প্রস্তাবে হাত তুলে সমর্থন জানায়৷ সেই সঙ্গে মমতা জানান, যদি কেউ বিরোধিতা করতে চান, তাহলে সেই সুযোগও তিনি পাবেন৷ কারণ এই নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে৷ তাঁর কথায়, পুরসভায় কাজ করতে গেলে অভিজ্ঞতা প্রয়োজন হয়৷ এর পরেই কলকাতা পুরসভার দলনেতা হিসাবে ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব করা হয়৷ এতে কারও আপত্তি আছে কিনা, তাও জানতে চান মমতা৷ এর পরেই ডেপুটি মেয়র হিসাবে অতীন ঘোষের নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, অতীন ঘোষকে নিয়ে মেয়র ইন কাউন্সিলস হবেন ১৩ জন৷ দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, বাবু বক্সি, আমিরুদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্যায়, রাম পেয়ারে রাম, জীবন সাহা ও আরও একজনকে নিয়ে গঠিন হবে কাউন্সিলস৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *