‘যত জিতব, তত বেশি নম্র হতে হবে’, জয়ী প্রার্থীদের বার্তা মুখ্যমন্ত্রীর

‘যত জিতব, তত বেশি নম্র হতে হবে’, জয়ী প্রার্থীদের বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা:   কলকাতা পুরভোটে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা পুরভোটের জয় মা, মাটি মানুষকে সমর্পন করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, নতুন করে আপনাদের কর্মযজ্ঞ শুরু হবে৷ গত ১০ বছরে যে কাজ করা হয়েছে, আগামী দিনে আরও ভাল করে তা করতে হবে৷ গণতন্ত্রের উৎসবে মানুষের উপর আস্থা রাখতে হবে৷ আমরা যত জিতব, তত বেশি নম্র হতে হবে৷ অহংকারের কোনও জায়গা তৃণমূল কংগ্রেসে নেই৷ 

দলনেত্রীর কথায়, মাটির দিকে তাকিয়ে মাটির কথা চিন্তা করাই আমাদের সবচেয়ে বড় অলঙ্কার৷ মাটিই আমাদের উত্তরণ৷ মাটিকে ভালোবেসে কাজ করতে হবে৷ আপনাদের কাছ থেকে এইটুকু প্রত্যাশা করি৷ তিনি আরও বলেন, দল এখন খুবই শক্তিশালী৷ সকলকে সবকিছু দেওয়া যাবে না৷ তবে আপনারা সকলেই নির্বাচিত৷ নির্দিষ্ট পদের জন্য কোনও একজনকে বেছে নিতে হবে৷ মুখ্যমন্ত্রী জানান, এইবার ভোটে ৪২ শতাংশ মহিলা প্রার্থী দেওয়া হয়েছিল৷ একজন ছাড়া বাকি সকলেই জিতেছেন৷ যে সকল নির্দল প্রার্থীর কাছে তৃণমূল প্রার্থীরা হেরে গিয়েছেন, তাঁরাও এক সময় দলে ছিলেন৷ তবে তিনি চান না জয়ী নির্দল প্রার্থীরা ফিরে আসুক৷ তাঁর কথায়, পরাজিতদের নিয়েও ঘর করতে হবে৷ 

দলনেত্রীর কথায়, মাটির দিকে তাকিয়ে মাটির কথা চিন্তা করাই আমাদের সবচেয়ে বড় অলঙ্কার৷ মাটিই আমাদের উত্তরণ৷ মাটিকে ভালোবেসে কাজ করতে হবে৷ আপনাদের কাছ থেকে এইটুকু প্রত্যাশা করি৷ তিনি আরও বলেন, দল এখন খুবই শক্তিশালী৷ সকলকে সবকিছু দেওয়া যাবে না৷ তবে আপনারা সকলেই নির্বাচিত৷ নির্দিষ্ট পদের জন্য কোনও একজনকে বেছে নিতে হবে৷ মুখ্যমন্ত্রী জানান, এইবার ভোটে ৪২ শতাংশ মহিলা প্রার্থী দেওয়া হয়েছিল৷ একজন ছাড়া বাকি সকলেই জিতেছেন৷ যে সকল নির্দল প্রার্থীর কাছে তৃণমূল প্রার্থীরা হেরে গিয়েছেন, তাঁরাও এক সময় দলে ছিলেন৷ তবে তিনি চান না জয়ী নির্দল প্রার্থীরা ফিরে আসুক৷ তাঁর কথায়, পরাজিতদের নিয়েও ঘর করতে হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − one =