গার্ডেনরিচ থেকে উদ্ধার নোটের পাহাড়! কেন্দ্রীয় সংস্থা দিয়ে বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা, সরব ফিরহাদ

গার্ডেনরিচ থেকে উদ্ধার নোটের পাহাড়! কেন্দ্রীয় সংস্থা দিয়ে বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা, সরব ফিরহাদ

কলকাতা: গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ১১ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ উদ্ধার হয়েছে প্রচুর সোনা৷ এখনও চলছে নোট গোনার কাজ৷ উদ্ধার হওয়া টাকার পরিমাণ ঠিক কোথায় গিয়ে থামবে, তা এখনও অজানা৷ শনিবার কলকাতার বিভিন্ন প্রান্তে ইডি হানা নিয়ে সরব হলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম৷ 

আরও পড়ুন- মোবাইল গেমিং অ্যাপ বানিয়ে কী ভাবে প্রতারণা করত গার্ডেনরিচের আমির? ফাঁস করল ED

এদিন ‘টক টু মেয়র’ কর্মসূচিতে ইডি হানা প্রসঙ্গে ফিরহাদ বলেন, “কলকাতার বিভিন্ন প্রান্তে ইডি হানার পিছনে দু’টি কারণ রয়েছে। এক, আমাদের ভয় পাওয়ানোর চেষ্টা চলছে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে বার্তা দেওয়া হচ্ছে। যাতে আমরা আর বিজেপির বিরুদ্ধে লড়াই না করি৷ নয়তো ব্যবসায়ীদের ভয় পাইয়ে দিতে চাইছে। যাতে তারা বাংলায় ব্যবসা না করে ওদের রাজ্যে গিয়ে ব্যবসা করে।’’  তাঁর কথায়, ‘আইটি রেড, ইডি রেড করে ওরা বোঝাতে চাইছে ব্যবসা বাংলায় করো না। ব্যবসা করতে গেলে আমাদের রাজ্যে চলে এসো। এখানে থাকলে আমরা এইভাবে ব্যবসায়ীদের আক্রান্ত করব। বাংলার অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷’

প্রসঙ্গত, শনিবার সকালেই গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ১১ কোটি টাকা উদ্ধার করে ইডি৷ বিছানার তলা থেকে উদ্ধার হয় থরে থরে সাজানো ৫০০ ও ২০০০ টাকার নোট৷ এদিকে, আক্রমণ শানিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গে আপনি যেখানে হাত দেবেন সেখানেই টাকা পাবেন। বাংলায় কালো টাকা উড়ে বেরাচ্ছে। খাটের তলা থেকে কোটি-কোটি টাকা উদ্ধার হচ্ছে। কখনও মাদক ব্যবসায়ীর বাড়ি, কখনও মাছ ব্যবসায়ী কখনও আবার অপার টাকা৷ ওদিকে আবার অনুব্রত মণ্ডলের সম্পত্তির পর সম্পত্তি পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে যে লুঠের রাজত্ব এবং সেই ভাগাভাগি কে কতটা পাচ্ছে তার তর্ক-বিতর্ক করে লাভ নেই। গোটা বাংলার সর্বনাশ হয়ে গিয়েছে।’’