Aajbikel

‘অনুব্রত বাঘ’, বেশি দিন বন্দি করে রাখা যাবে না, বীরভূমে দাঁড়িয়ে হুঙ্কার ফিরহাদের

 | 
firhad

রামপুরহাট:  অনুব্রতহীন বীরভূমে দাঁড়িয়ে হুঙ্কার মন্ত্রী ফিরহাদ হাকিমের৷ লাল মাটি থেকে অনুব্রতকে ‘বাঘ’ বলে সম্বোধন করলেন তিনি৷ শনিবার রামপুরহাটের বিষ্ণুপুরে একটি জনসভায় দাঁড়িয়ে অনুব্রতের সঙ্গে বাঘের তুলনা টানেন কলকাতার মেয়র৷ 

আরও পড়ুন- বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়ে ঐক্যবদ্ধ মিছিল ঐক্য মঞ্চের, জমা দেওয়া হল ডেপুটেশন


শনিবার রামপুরহাটে হাসন বিধানসভার বিষ্ণুপুরে সভা করতে গিয়েছিলেন ফিরহাদ৷ ঘটনাচক্রে কিছু দিন আগে ওই এলাকাতেই সভা করে গিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শনিবারের ওই সভা থেকে বিজেপির উদ্দেশে ফিরহাদ বলেন, ‘‘বনের বাঘ এক দিক থেকে অন্য দিকে চলে গেলে শেয়ালরা মাঝেমাঝে লাফালাফি করে। আবার যেই বাঘ যখন ফিরে আসে তখন শেয়ালগুলি লেজ নাড়িয়ে পালিয়ে যায়।’’ এখানেই থেমে থাকেননি তিনি৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘বীরভূমের বাঘকে তোমরা কিছু দিনের জন্য খাঁচায় ভরেছ ঠিকই। কিন্তু, সারা জীবন আটকে রাখতে পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে তখন আজ যে শিয়ালগুলি হুক্কা হুয়া করছে তারা সকলে আবার খাঁচায় ঢুকে যাবে।’’


বিজেপিকে তুলোধোনা করে ফিরহাদ বলেন, ‘‘তৃণমূলের সকলকে চোর বলার অধিকার আছে বিজেপি’র। কারণ বিজেপি’র থেকে বড় চোর ভারতে আর কেউ নেই।’’


এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘জেলা নেতৃত্বের উপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে। আমরা মাঝেমধ্যে আসি শুধু মাত্র কথা বলতে। আগেও আসতাম। এখনও আসছি।’’
 

Around The Web

Trending News

You May like