Aajbikel

আচমকা দেখা গেল ধোঁয়া! রাজভবনে একাধিক দমকলের ইঞ্জিন

 | 
রাজভবন

কলকাতা: আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ল রাজভবনে। এদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ মূল ভবনের তিন তলায় প্রথমে ধোঁয়া দেখতে পাওয়া যায়। এক মুহূর্ত সময় নষ্ট না করেই দমকল পৌঁছয় সেখানে। দমকলের তিনটি ইঞ্জিন রাজভবনে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে দমকল সূত্রে খবর, আগুন লাগেনি রাজভবনে, ধোঁয়া দেখা গিয়েছে তিন তলায়।

আরও পড়ুন- পাখির চোখ নির্বাচন! দু’দিনের ত্রিপুরা সফরে যাচ্ছেন মমতা

আপাতত সূত্র মারফৎ জানা গিয়েছে, রাজভবনের তিন তলায় কোনও বৈদ্যুতিন বাতি হয়তো পুড়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকেই তা হতে পারে বলে অনুমান। তা থেকে আগুন না ধরলেও ধোঁয়া দেখা যায়। কিন্তু নিরাপত্তার খাতিরে কোনও রকম ঝুঁকি না নিয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে দমকল কর্তৃপক্ষ। যদিও খবর মিলেছে, রাজভবনের তিন তলার একটা ছোট অংশেই এই ধোঁয়া দেখা দিয়েছিল। এও খবর, এই সময়ে মূল ভবনে একটি বৈঠক করছিলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।

Around The Web

Trending News

You May like