আগুনের শিখায় ঘুম ভাঙল শহরের, ফের ত্রাস কলকাতায়

আগুনের শিখায় ঘুম ভাঙল শহরের, ফের ত্রাস কলকাতায়

কলকাতা: ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরে। এবার ভয়াবহ আগুন লাগল নিউটাউনে। জানা গিয়েছে, নিউটাউন এলাকার শাপুরজির সুখবৃষ্টি আবাসনের সামনে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। পরপর কতকগুলি আগুন লেগে যায় মুহূর্তের মধ্যেই। স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। দমকল ডাকা এবং তাদের এসে পৌঁছনোর মধ্যেই ১৫ টি দোকান ভস্মীভূত হয়ে যায় বলে খবর মিলেছে। 

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের গর্বের জায়গাটা ফিরিয়ে আনতে হবে: বিচারপতি গঙ্গোপাধ্যায়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর ৩টে নাগাদ প্রথম আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তার আগে এক সিলিন্ডার ফাটার শব্দ শোনা গিয়েছিল। মনে করা হচ্ছে মূলত সিলিন্ডার ফেটেই এই আগুন লেগেছে। এরপর দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করায় কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে বলে আন্দাজ। যদিও হতাহতের কোনও খবর নেই এই ঘটনায় এটাই স্বস্তি। কিন্তু এখন প্রশ্ন, আচমকা সিলিন্ডার ফাটল কী ভাবে? এই বিষয়ে দমকল বলছে অন্য কথা। 

দমকলের অনুমান, যে দোকানগুলিতে আগুন লেগেছিল সেই দোকানগুলির ওপর দিয়ে হাইটেনশন তার গিয়েছে। আর একটি হাইটেনশন তার ছিড়ে দোকানের ওপর পরে যাওয়ায় অগ্নিসংযোগ ঘটেছে। আর তার থেকেই সিলিন্ডারে আগুন লেগে তা ফেটে যায়। উল্লেখ্য, কিছুদিন আগেই রবীন্দ্র সদনের কাছে একটি টায়ারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =