কলকাতা: নাটক চলাকালীন আগুন লেগে গেল গিরিশ মঞ্চে। বুধবার সন্ধ্যায় আচমকা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, আগুন লাগার সময়ে দর্শকাসনে ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বজিৎ বসু। ঘটনাস্থলে খুব দ্রুত দমকল বাহিনী পৌঁছায় বলেই জানা গিয়েছে। তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন- NEET-এ উজ্জ্বল বাংলার দেবাঙ্কিতা, রাজ্যে তৃতীয় এবং দেশে ২২ তম স্থানে
শেষ পাওয়া খবর অনুযায়ী, গিরিশ মঞ্চের আগুন খুব বেশি ছড়ায়নি। তবে উপস্থিত দর্শক, নাটকের কলাকুশলী এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বেশ। দমকলের পাশাপাশি গিরিশ মঞ্চের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। আগেই কলাকুশলীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেই জানা গিয়েছে। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও নিশ্চিত হতে পারছে না কেউই। দমকলের তরফ থেকে জানান হয়েছে, প্রথমে মঞ্চের একটি দরজায় আগুন লেগেছিল। সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে।