এক ধাক্কায় ১২ শতাংশ ভাড়া বাড়বে! অ্যাপ-ক্যাব নিয়ে চিন্তায় আমজনতা

এক ধাক্কায় ১২ শতাংশ ভাড়া বাড়বে! অ্যাপ-ক্যাব নিয়ে চিন্তায় আমজনতা

কলকাতা: জ্বালানির জ্বালায় এবার বাড়তে চলেছে অ্যাপ ক্যাব সংস্থার ভাড়া। জ্বালানির দাম বাড়ায় এসি না চালানো নিয়ে যাত্রী ও ক্যাবচালকদের মধ্যে সমস্যা রোজকারের। তারই সমাধানে উদ্যোগ নিয়ে ভাড়া বাড়াতে চলেছে ‘উবর’। তারা সিদ্ধান্ত নিয়েছে কিলোমিটার প্রতি ভাড়া বৃদ্ধি করা হবে ১৪ টাকা। এক ধাক্কায় ১২ শতাংশ ভাড়া বৃদ্ধি হবে। এতেই মাথায় হাত সাধারণ যাত্রীদের। আগামী ৬ এপ্রিল রাজ্যের পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবে এই সংস্থা বলে জানা গিয়েছে। এও খবর, ক্যাব নিয়ন্ত্রণে আনতে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার।

আরও পড়ুন- ৯০০-র বেশি প্যানেল তালিকাভুক্ত নাম বাতিল হল এবার!

‘উবর’ কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে চালকদের সমস্যা শুনে তারা কলকাতায় ১২ শতাংশ পর্যন্ত ট্রিপ পিছু ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে। তবে চালকেরা গাড়িতে এসি না চালালে অভিযোগ জানানোর সুযোগ থাকবে বলেও জানিয়েছে সংস্থা। কিন্তু সামগ্রিক এই সিদ্ধান্তে জন সাধারণ যেমন খুশি নয়, তেমনই খুশি নয় চালকরা। তাদের বক্তব্য, কিলোমিটার পিছু ভাড়া অন্তত ২২ থেকে ২৩ টাকা না হলে এসি চালানোর খরচ সামলানো মুশকিল। এখন এটাই দেখার যে আগামী ৬ এপ্রিল সরকারের সঙ্গে বৈঠকের পর কী সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও আগেই ‘উবর’ জানিয়েছে যে, আগামী কয়েক সপ্তাহ তেলের মূল্যবৃদ্ধির দিকে নজর রেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =