খাস কলকাতার ক্লাবে তীব্র বিস্ফোরণ, উড়ে গেলে ঘরের ছাদ

খাস কলকাতার ক্লাবে তীব্র বিস্ফোরণ, উড়ে গেলে ঘরের ছাদ

কলকাতা: সাত সকালে খাস কলকাতার বুকে তীব্র বিস্ফোরণ৷ উড়ে গেল ক্লাব ঘরের ছাদ৷ মঙ্গলবার সকালে বেলেঘাটায় বিস্ফোরণটি ঘটে৷ তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷ 

আরও পড়ুন- অনুন্নয়ন শুনেই অগ্নিশর্মা কেষ্ট! পঞ্চায়েত সদস্যকে ‘ফালতু লোক’ বলে অ্যাখ্যা

এদিন বিস্ফোরণ উড়ে যায় বেলেঘাটা গান্ধীমঠ ফ্রেন্ডস সার্কেল ক্লাবের দোতলার ছাদ৷ বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি৷ তবে পুলিশের প্রাথমিক অনুমান, ওই ক্লাব ঘরে বিস্ফোরক রাখা ছিল৷ বিস্ফোরণের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ সতাল সাতটা নাদাগ বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন৷ পড়ে দেখা যায় বিস্ফোরণে ক্লাব ঘরের ছাদের একাংশ উড়ে গিয়েছে৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বেলেঘাটা থানার পুলিশ৷ খবর দেওয়া হয় কলকাতা গোয়েন্দা বিভাগ ও বম্ব ডিজপোজাল স্কোয়াডকে৷ 

সংবাদসংস্থা প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বিস্ফোরণে ক্লাবের দোতলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে৷ ছাদের পাশাপাশি দেওয়ালও ভেঙে পড়েছে৷ কী থেকে বিস্ফোরণ ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ ক্লাবের কিছু সদস্যের দাবি, দোতলার ঘরে গ্যাস সিলিন্ডার রাখা ছিল৷ সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ হয়েছে৷ এখানে বিস্ফোরক থাকার কোনও প্রশ্নই আসে না৷ অনেকে আবার বলছে, এখানে ছোটদের কম্পিউটার শেখানো হয়৷ বিস্ফোরক আসবে কোথা থেকে৷ আবার একাংশের দাবি, বাইরে থেকে দুষ্কৃতীরা এসে বোমা নিক্ষেপ করে পালিয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ৷ ওই ক্লাবে কোনও ধরনের বিস্ফোরক মজুত করা ছিল বলে মনে করছেন কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার আধিকারিকদের একাংশ৷

আরও পড়ুন- ৭ বছরেও হয়নি উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ, ফের রাজপথে প্রতিবাদের আগুন

প্রসঙ্গত, বেলেঘাটার ওই ক্লাবটি তৃণমূলস নেতা রাজু নস্করের ক্লাব নামে পরিচিত৷ পূর্বে তোলাবাজি থেকে থেকে শুরু করে বোমাবাজি, গুলি চালানোর মতো অপরাধে একাধিকবার গ্রেফতারও হয়েছেন তিনি৷ ওই ক্লাব ঘরে বিস্ফোরক বা বোমা তৈরির মশলা মজুত ছিল বলে ইঙ্গিত দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *