৭ বছরেও হয়নি উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ, ফের রাজপথে প্রতিবাদের আগুন

৭ বছরেও হয়নি উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ, ফের রাজপথে প্রতিবাদের আগুন

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সাতবছর ধরে বন্ধ থাকা নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হল। আপার প্রাইমারি দুর্নীতি বিরোধী ঐক্য মঞ্চ এবং এসএসসির  আপার প্রাইমারি মেরিট লিস্টেড চাকরী পদপ্রার্থী ঐক্য মঞ্চের তরফ থেকে বারাসত জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়। হাইকোর্টে চলা মামলার দ্রুত নিষ্পত্তি হয়ে চাকরিপ্রার্থীদের চাকরির দাবিসহ একাধিক দাবিতে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।

প্রশাসনের অনুমতি নিয়েই স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে। চাকরিপ্রার্থীরা স্মারকলিপি অবশ্য জেলাশাসকের কাছে জমা দিতে পারেননি। জেলাশাসকের নির্দেশে অন্য এক আধিকারিকের কাছে তা জমা দেওয়া হয়। জেলাশাসক দপ্তর থেকে জানানো হয়েছে, তাদের এই আবেদন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তথা শিক্ষক নিয়োগ দপ্তরে পৌছে দেওয়া হবে।

২০১৯ সালের ৪ অক্টোবর আপার প্রাইমারির মেরিট লিস্ট প্রকাশের একবছর পূর্ণ হয়েছে। কিন্তু নিয়োগ নিয়ে সেরকম কোনও ভাবনাচিন্তাই হয়নি বলে অভিযোগ। উচ্চ প্রাথমিক অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের কথা প্রথম হয় ২০১৪ সালে। ওইবছরই ফেব্রুয়ারি মাসে প্রথম ফর্ম ফিলাপ হয়। ২০১৫-র ১৬ অগাস্ট উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য টেট পরীক্ষা হয়। ২০১৬-র ১৪ সেপ্টেম্বর টেটের ফলপ্রকাশ হয়।

ওই সেপ্টেম্বরেই ইন্টারভিউয়ের আবেদন গ্রহণ বিজ্ঞপ্তি জারি হয়। প্রথম দফার নথি ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৯-র ৮ ফেব্রুয়ারি। ইন্টারভিউয়ের পর্ব শুরু হয় ২০১৯-এর জুলাই মাসে। এরপর মামলা আদালতে গড়ায়। আদালতের নির্দেশে টেটের প্রভিশনাল মেরিট লিস্ট বের হয় ৪ অক্টোবর ২০১৯-এ। আদালতের নির্দেশেই স্কুল সার্ভিস কমিশন ২০১৯-এর ৫ থেকে ২৫ অক্টোবর ২১ দিন ধরে অভিযোগ নেওয়া হয়।

এত কিছুর পরও চাকরিপ্রার্থীদের দাবি তাদের নিয়োগ অধরাই থেকে গেছে। সাতবছর আগে যে পরীক্ষা হয়ে গেছে, একবছর আগে যার নিয়োগ সম্পন্ন হয়েছে, তার নিয়োগ এখনও ঝুলে থাকায় চাকরিপ্রার্থীরা যে সীমাহীন মানসিক অশান্তিতে রয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে সমস্যা মেটাতে এখন পথেই নেমেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *