কলকাতা: সশস্ত্র তালিবানের সঙ্গে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ জানা গিয়েছে, ২০২০ সালে কোর্স শেষ করে আফগানিস্তানে চলে গিয়েছিলেন সফিউল্লা মালিকজাদা নামে ওই ছাত্র৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তালিবানের সঙ্গে ছবি পোস্ট করে বিতর্কে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী৷
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর ঘোষণায় এক লাফে বেড়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর বাজেট, ঘুম ছুটেছে অধিকারিকদের
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, মালিকজাদা সশস্ত্র তালিবানের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন৷ পাশাপাশি আফগানিস্তানের সরকারি দফতরেও তাঁর বসে থাকার ছবি রয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যে সময় তিনি আফগানিস্তানে ফিরে গিয়েছিলেন, তখন দেশে লকডাউন চলছিল৷ তবে এই ছবি প্রকাশ্যে আসতে মালিকজাদার বন্ধু ও পরিচিতদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে৷ এদিকে সমালোচনার মুখে মালিকজাদার সাফাই, তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের কৃষি মন্ত্রকে কাজ করেন তিনি৷ এই দফতরের ইনচার্জের দায়িত্ব সামলাচ্ছেন৷ জঙ্গি হিসাবে তিনি কাজ করছেন না৷ যদিও তাঁর এই ছবি দেখে অবাক কল্যাণীর বন্ধুবান্ধবরা৷ আফগানিস্তানে কৃষি মন্ত্রকে কাজ করার নামে তালিবানের সঙ্গে হাত মিলিয়েছে তাঁদের বন্ধু!
ছহিতে দেখা গিয়েছে মালিকজাদা আলোচনায় মত্ত রয়েছেন নয়া আফগানিস্তানের কাপিসা প্রদেশের কৃষি বিভাগের প্রধান হজরত মোলাভির সঙ্গে। আর একটি ছবিতে সশস্ত্র তালিব যোদ্ধার সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে ‘শফি-ভাই’ (এই নামে ক্যাম্পাসে পরিচিত ছিলেন)।
আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা মামলা: দ্রুত নিস্পত্তি চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী
মালিকজাদার পরিচিতেরা তাঁর এই রূপ দেখে হতবার৷ তাঁদের কথায়, প্রকৃতি ভালবাসতেন মালিকজাদা৷ এখান থেকে গাছের চারা নিয়ে গিয়েছিলেন আফগানিস্তানে৷ তালিবানের কব্জায় চলে যাওয়া আফগানিস্তানে তিনি কেমন আছেন! পরিচিতেরা জানাচ্ছেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী নাকি প্রায়ই বলতেন, এক দিকে ন্যটো, অন্যদিকে তালিবান৷ আর এই দু’য়ের মাঝে পড়ে অস্থিত সাধারণ আফগানবাসী৷ সেই আবেগপ্রবণ যুবক কী তবে তালিবানি জমানায় বদলে ফেললেন নিজেকে?