ভোট পরবর্তী হিংসা মামলা: দ্রুত নিস্পত্তি চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী

ভোট পরবর্তী হিংসা মামলা: দ্রুত নিস্পত্তি চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী

বারাসত: ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ একে বারে সঠিক সিদ্ধান্ত, শহিদ সম্মান যাত্রায় বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, ‘‘আদালত সঠিক সিদ্ধান্ত নিয়েছে৷ আদালতের মাধ্যমে সিবিআইয়ের কাছে আমার একটাই আবেদন, খুব দ্রুত সঠিক পদক্ষেপ নিয়ে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার হোক৷ এটাই আমরা চাই।’’

ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ। আজ রায় ঘোষণার সময় বিচারপতিদের পর্যবেক্ষণে কার্যত জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকেই স্বীকৃতি দেওয়া হয় বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তারপরই আদালতের রায়কে স্বাগত জানিয়েছে গেরুয়া শিবির৷ অন্যদিকে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্য৷ নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলের বৈঠকে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সব কিছু ঠিক থাকলে আজ বিকেলে কিংবা শুক্রবার এবিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য৷

এদিন শান্তনু ঠাকুরের নেতৃত্বে বড় জাগুলিয়া থেকে শুরু হয় শহিদ সম্মান যাত্রা৷ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের পাশাপাশি শহিদ সম্মান যাত্রায় হাজির ছিলেন গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনীয়ারা। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় শহিদ সম্মান যাত্রাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে দেখা গিয়েছে৷ বিজেপির বেশ কয়েকজন প্রথম সারির নেতা  গ্রেফতার হওয়ার ঘটনাও ঘটেছে। তাই এদিনের এই যাত্রায় যাতে কোনওরকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল৷ যদিও শান্তনু ঠাকুর বলেন, ‘‘বাংলায় এখন কোনও আইন নেই৷ এখন শাসকের আইন৷ শুধু বিরোধীদেরকে ধরো, মার- এটাই চলছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 19 =