Aajbikel

চলতে চলতে উল্টে গেল টয় ট্রেনের ইঞ্জিন, লাফ দিয়ে নামলেন চালক

 | 
টয় ট্রেন

 দার্জিলিং: লাইনচ্যুত টয় ট্রেনের ইঞ্জিন। রাস্তার উপর উল্টে গেল চ্রেনের মুখ৷ শুক্রবার বেলায় কার্শিয়াঙে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় অবশ্য কোনও হতাহতের খবর নেই৷  টয় ট্রেনের ইঞ্জিনটিকে যত দ্রুত সম্ভব রাস্তা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে৷ ট্রেন থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন চালক৷ 

আরও পড়ুন- আবার ফাঁস! পরীক্ষা চলাকালীন মাধ্যমিকের 'ইংরেজি প্রশ্নপত্র' সমাজমাধ্যমে পোস্ট সুকান্তর

জানা গিয়েছে, এদিন কার্শিয়াং থেকে দু’টি কামরা-সহ ইঞ্জিনটিকে তিনধারিয়া শেডে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। কার্শিয়াং স্টেশন ছাড়ার কিছু ক্ষণের মধ্যেই ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে রাস্তার উপর খেলনার মতো উল্টে যায়। তবে ট্রেনটিতে কোনও যাত্রী না থাকায় তেমন বিপদ ঘটেনি। চালক এবং সহ-চালক দু’জনেই ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নেমে প্রাণ বাঁচান৷ তাঁদের চোট লাগেনি। বেশ কিছু ক্ষণ রাস্তার উপর পড়ে থাকার পর ট্রেনটিকে সরানোর কাজ শুরু করে দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে। তবে এই দুর্ঘটনার জেরে কার্শিয়াংগামী রাস্তায় যান চলাচল কিছুটা সময়ের জন্য ব্যাহত হয়।

এই ঘটনা প্রসঙ্গে উত্তর-পূর্ব ভারতের রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘‘ টয় ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না৷ চালক এবং সহ-চালক ছিলেন শুধু। খুবই ধীর গতিতে ইঞ্জিনটি যাচ্ছিল৷ সেই সময়ই লাইনচ্যুত হয়। যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনটিকে রাস্তা থেকে সরানোর কাজ শুরু করা হয়েছে। কেউ জখম হননি। মেরামতির জন্য ট্রেনটিকে তিনধারিয়া স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছিল ।’’

Around The Web

Trending News

You May like