দুর্ঘটনা এড়াতে আজ কোটালের সময় বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা, নির্দেশ মমতার

দুর্ঘটনা এড়াতে আজ কোটালের সময় বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা, নির্দেশ মমতার

কলকাতা:  যশের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি৷ লবণাক্ত জলে কৃষিজ সম্পদের ক্ষতি হয়েছে বলেই নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি মৎস্য চাষ, হর্টিকালচার, পশু পালনও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ যদিও ফিল্ড সার্ভের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিসংখ্যান জানা যাবে৷ জেলা শাসকরা এই রিপোর্ট তৈরি করবেন বলে জানান মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন- যশের দাপটে ক্ষতিগ্রস্ত ৩ লক্ষ বাড়ি, আক্রান্ত ১ কোটি মানুষ, জানালেন মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, আগামীকালও বাড়বে নদীর জলস্তর৷ ৫ ফুট পর্যন্ত জল জোয়ারের জল বাড়তে পারে৷ ফলে নদী বা উপকূলবর্তী এলাকার মানুষদের বাড়তি সতর্ক থাকতে হবে৷ কলকাতা ও সংলগ্ন এলাকার সকল থানার পুলিশকে মাইকিং করে মানুষকে সতর্ক করতে হবে৷ জল বাড়ার সময় অর্থাৎ কোটালের সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত৷ যাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারও মৃত্যু না হয়৷ তিনি বলেন, সতর্ক না থাকলে বিপদ ঘটতে পারে৷ তাই সেই সময় বিদ্যুৎ স্ট্যান্ডবাই রাখতে হবে৷ কারণ মানুষের জীবন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ৷ আজ এবং আগামীকাল ভরা কোটাল থাকায় এই সতর্কতা৷ মুখ্যমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে জোয়ারে জলস্তর বাড়লে বিপদ হতে পারে৷ 

অন্যদিকে তিনি বলেন, ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে বাঁধের জল ছাড়বে৷ ফলে প্লাবিত হবে বাংলা৷ পাশাপাশি বাংলার বাঁধগুলোর দিকেও খেয়াল রাখতে হবে৷ সেই সঙ্গে সেচ দফতরকে বাঁধ মেরামতির নির্দেশও দেন মুখ্যমন্ত্রী৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =