যশের দাপটে ভেঙেছে ৩ লক্ষ বাড়ি, আক্রান্ত ১ কোটি মানুষ, জানালেন মুখ্যমন্ত্রী

যশের দাপটে ভেঙেছে ৩ লক্ষ বাড়ি, আক্রান্ত ১ কোটি মানুষ, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা:  যশের দাপট আমাদের রাজ্যে খুব বেশ না পড়লেও, যথেষ্ট ক্ষতির মুখে পড়তে হয়েছে বাংলাকে৷ তবে এই দুর্যোগের মধ্যে তৎপরতায় সঙ্গে কাজ করেছে সরকার৷ সাধারণ মানুষও সহযোগিতা করেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, যশের মধ্যে ভরা কোটালের জেরে আরও বেশি বিপর্যয়৷ অনেক বাঁধ ভেঙে গিয়েছে৷ গ্রামে জল ঢুকে পড়েছে৷ বহু এলাকা প্লাবিত৷ ৮টা ৪৫ পর্যন্ত জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে৷ আগামীকালও বান আসবে৷ যার জেরে ৫ ফুট উঁচু জলস্তর থাকবে৷ তাই এখনও বাড়ি ফেরার চেষ্টা নয়৷ 

আরও পড়ুন- যশের দাপটে লন্ডভন্ড বঙ্গ উপকূল, মন্দারমণিতে উড়ল রিসর্টের চাল, জলের তলায় দীঘা

১৫ লক্ষের ৪ হাজার ৫০৬ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে৷ ১ কোটি মানুষ দুর্যোগে আক্রান্ত হয়েছে৷ এখনও পর্যন্ত ৩ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ১৪ হাজার ত্রাণ শিবির চালানো হচ্ছে৷ ১৩৪টি বাঁধ ভেঙে গিয়েছে৷ দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে৷ এছাড়াও সন্দেশখালি, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, নামখানা, পাথরপ্রতিমা, গোসাবা, কুলপি, ফ্রেজারগঞ্জ, বাসন্তী, ক্যানিং ১ ও ২, দীঘা, শঙ্করপুর, তাজপুর, রামনগর, কন্টাই, নন্দীগ্রাম সহ একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ পাশাপাশি, কালীঘাট, চেতলা, রাসবিহারীর মতো নীচু জায়গাগুলো জলমগ্ন হয়ে পড়েছে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 14 =