কলকাতা: শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করে প্রশ্নের মুখে পড়েছিল নির্বাচন কমিশন৷ বাকি কেন্দ্রগুলিতে কবে ভোট হবে তা নিয়েও প্রশ্ন তুলেছিল বিরোধীরা৷ তবে সব প্রশ্নের জবাব দিয়ে বাকি কেন্দ্রগুলিতেও ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হল৷ পুজো মিটতেই ফেরে বঙ্গে বাজবে ভোটের বাদ্যি৷ আগামী ৩০ অক্টোবর রাজ্যের বাকি চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে বলে ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোট হবে দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসাবায়৷ ভোট গণনা হবে ২ নভেম্বর৷ পাশাপাশে ৩টি কেন্দ্র শাসিত অঞ্চলেও ওই দিন ভোট ঘোষণা করা হয়েছে৷
আরও পড়ুন- শক্তি হারিয়েছে গুলাব, চোখ রাঙাচ্ছে নয়া ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গ জুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস
আগামী ৩০ সেপ্টম্বর হাইভোল্টেজ ভবানীপুরে উপনির্বাচন৷ ভোট হবে সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে৷ এই দুটি কেন্দ্রে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়ে গিয়েছিল৷ এই তিন কেন্দ্রে ভোট ঘোষণা হলেও উত্তর ২৪ পরগনার খড়দা, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, নদিয়ার শান্তিপুর এবং কোচবিহারের দিনহাটায় উপনির্বাচন কবে হবে তা নিয়ে প্রশ্ন উঠছিল। এদিন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এই চার কেন্দ্রে ভোট হবে ৩০ অক্টোবর৷ ভোট গণনা হবে ২ নভেম্বর৷ ৫ নভেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত করবে কমিশন৷ দিনহাটায় নিশীথ প্রামাণিক এবং শান্তিপুরে জগন্নাথ সরকার জয়ী হলেও তাঁরা ইস্তফা দেওয়ায় এই দুই আসনে উপনির্বাচন হবে৷ অন্যদিকে গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর ও খড়দহে জয়ী প্রার্থী কাজল সিনহার মৃত্যু হওয়ায় এই দুই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে৷
এদিন বাংলার ৪ বিধানসভা কেন্দ্রের পাশাপাশি দেশের মোট ৩০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করে কমিশন৷ বাংলা ছাড়াও নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অসম, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, কর্নাটক, হিমাচল প্রদেশ, হরিয়ানা, বিহার, অন্ধ্র প্রদেশের একাধিক কেন্দ্রে ভোট হবে৷ এছাড়াও হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দিমন ও দিউয়ের তিনটি লোকসভা আসনেও উপনির্বাচন হবে৷