হু হু করে বাড়ছে ডিমের দাম, মানুষ খাবে কী? মাথায় হাত মধ্যবিত্তের

হু হু করে বাড়ছে ডিমের দাম, মানুষ খাবে কী? মাথায় হাত মধ্যবিত্তের

কলকাতা: করোনা আবহে রাজ্যজুড়ে আংশিক লকডাউনে বহু মানুষই কর্মহীন৷ দেখা দিয়েছে আর্থিক সঙ্কট৷ এই পরিস্থিতির মধ্যেই হু হু  বেড়ে চলেছে বাজার দর৷ মুরগির মাংসের দাম আগেই বেড়েছিল৷ এবার পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে ডিমের দামও৷ যার জেরে চিন্তায় পড়েছে গরিব ও নিম্ন মধ্যবিত্তরা৷ 

আরও পড়ুন- এবার বাড়তে চলেছে বাসের ভাড়া! ন্যূনতম ভাড়া কত করার প্রস্তাব?

আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে ডিম বিক্রি হচ্ছে৷ কোথাও দর ৬ থেকে সাড়ে ৬ টাকা, কোথাও ৭ থেকে সাড়ে ৭ টাকা, কোথাও আবার তা ৮ টাকায় পৌঁছে গিয়েছে৷ এই দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ অধিকাংশ মানুষই প্রতিদিন মাছ-মাংস খেতে পারেন না৷ সেক্ষেত্রে তাঁদের ভরসা ছিল ডিম৷ কিন্তু এভাবে ডিমের দাম বাড়তে থাকলে মানুষ খাবে কী? অন্যদিকে, করোনাকালে ইমিউনিটি বাড়ানোর জন্য ডিম খাওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকেই৷ কারণ ডিমে রয়েছে প্রোটিন৷ এই অবস্থায় ডিমের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে ভাবাচ্ছে৷ 

আরও পড়ুন- বিধান পরিষদ গঠনের উদ্যোগ শুরু রাজ্যের, আসন্ন অধিবেশনেই পেশ হতে পারে বিল

কেন বাড়ছে ডিমের দাম? আসলে বাজারে ডিমের যে চাহিদা রয়েছে, তার চেয়ে জোগান অনেকটাই কম৷ আমাদের রাজ্যে ৫৫ শতাংশ ডিমই আসে উত্তরপ্রদেশ, বিহার ও হরিয়ানা থেকে৷ কিন্তু করোনা পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে বিধি নিষেধ জারি থাকায় ছিক মতো সরবরাহ হচ্ছে না৷ তার উপর পরিবহণের জন্য পর্যাপ্ত গাড়িরও অভাব রয়েছে৷ তাছাড়া মুরগির মাংস ও ডিমের মূল্য বৃদ্ধির জন্য উৎপাদন ব্যয় বৃদ্ধিও দায়ী বলে মনে করা হচ্ছে৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − two =