বিধান পরিষদ গঠনের উদ্যোগ শুরু রাজ্যের, আসন্ন অধিবেশনেই পেশ হতে পারে বিল

বিধান পরিষদ গঠনের উদ্যোগ শুরু রাজ্যের, আসন্ন অধিবেশনেই পেশ হতে পারে বিল

কলকাতা:  রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষ বিধান পরিষদ গঠনের তোড়জোড় শুরু করল শাসক দল। আগামী ২ জুলাই থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন৷ ওই অধিবেশনেই বিধান পরিষদ বিল আনা হতে পারে বলে সূত্রের খবর৷ নির্বাচনী ইস্তেহারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে বিধান পরিষদ গঠন করা হবে৷ যাঁদের দল টিকিট দিতে পারেনি, সেই সকল প্রবীণ নেতা-নেত্রীদের বিধান পরিষদের সদস্য করা হবে৷ সেই লক্ষ্যে ১৭ মে মন্ত্রিসভার বৈঠকেও পাশ হয়েছে বিধান পরিষদ গঠন সংক্রান্ত প্রস্তাব৷  

আরও পড়ুন- উস্কানিমূলক মন্তব্যের জের, ফের জেরার মুখে ‘জাত গোখরো’ মিঠুন

 
আগামী শুক্রবার থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বিধানসভার প্রথম অধিবেশনেই বিধান পরিষদ গঠনের উদ্যোগ শুরু করেছে রাজ্য সরকার৷ সংসদে যেমন উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভা রয়েছে৷ তেমনই রাজ্য আইন সভার উচ্চকক্ষ হল বিধান পরিষদ৷ বর্তমানে দেশের ৬টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে৷ এক সময় পশ্চিমবঙ্গেও বিধান পরিষদ ছিল৷ কিন্তু কংগ্রেস ও বাম আলনে তার অবলুপ্তি ঘটে। ১৯৬৯ সালের মার্চ মাসে পাশ হয়েছিল পশ্চিমবঙ্গের বিধান পরিষদ অবলুপ্তি আইন। বিধান পরিষদের কার্যকালের মেয়াদ ৬ বছর৷   

নিয়ম অনুযায়ী রাজ্য বিধানসভায় এই বিলটি পাশ হওয়ার পর তা সংসদের দুই কক্ষে তা অনুমোদনের জন্য পাঠাতে হবে। লোকসভা ও রাজ্যসভায় অনুমোদন মিললে তা রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠানো হবে৷ রাষ্ট্রপতি সাক্ষর করলেই আনুষ্ঠানিকভাবে বিধান পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু করা যাবে। ফলে বিধান পরিষদ গঠনের প্রক্রিয়া বেশ দীর্ঘ হতে চলেছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 16 =