৫ টাকায় ডিম ভাত খাওয়াতে আজ থেকে শুরু ‘মা’ প্রকল্প, বাংলাকে ‘ভিখারি’ করার কটাক্ষ দিলীপের

৫ টাকায় ডিম ভাত খাওয়াতে আজ থেকে শুরু ‘মা’ প্রকল্প, বাংলাকে ‘ভিখারি’ করার কটাক্ষ দিলীপের

কলকাতা: আজ থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের মা প্রকল্প৷ এই প্রকল্পে পাঁচ টাকায় পাওয়া যাবে ভাত-ডাল-সবজি এবং একটি করে ডিম৷ সোমবার ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব বরো অফিসের ক্যান্টিনে মিলবে এই খাবার৷ 

আরও পড়ুন-  খুন করা হয়েছে! কর্মীর অকাল মৃত্যুতে সরকারের কাছে জবাব চাইছেন মান্নান-সুজন

সোমবার থেকে সরকারি ক্যান্টিনগুলিতে পাঁচ টাকায় মিলবে ভাত, ডাল, সবজি, ডিম৷ প্রাথমিক ভাবে কয়েকটি ওয়ার্ডে ট্রায়ালের ভিত্তিতে এই প্রকল্পের কাজ শুরু করা হবে। পড়ে কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই চালু করা হবে ‘মা’ প্রকল্প৷ 

ভোটের মুখে শহরের আর্থিক ভাবে অসচ্ছল  ভোটারদের কাছে টানতেই এই নয়া প্রকল্প শুরু করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ এই প্রকল্পে পাঁচ টায় মিলবে ভরপেট খাওয়া৷ এর আগে দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে ‘আম্মা ক্যান্টিন’ চালু করেছিলেন প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা৷ ওই প্রকল্পের জনপ্রিয়তা মিথের পর্যায়ে পৌঁছে গিয়েছিল৷ বাংলায় মা প্রকল্পের হাত ধরে তাঁরা দরিদ্র মানুষের মনে ছুঁতে পারবে বলেই আশাবাদী তৃণমূল সরকার৷ 

দোকান থেকে একটা ডিম কিনতেই খরচ হয় ৫ থেকে ৬ টাকা৷ সেই টাকায় ভাত-ডাল-সবিজ-ডিম দেওয়া হবে৷ আপাতত কলকাতায় শুরু হচ্ছে এই প্রকল্প৷ ধীরে ধীরে গোটা রাজ্যেই চালু করা হবে বলে জানানো হয়েছে৷ এই প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷    

রাজ্য সরকারের এই প্রকল্পকে কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেন, ‘‘৭০-৭২ সালে লঙ্গর চলত৷ সেই সময় মানুষ খেতে পেত না৷ আজকে বাংলার সাধারণ মানুষের কাছে খাবার টাকা নেই৷ রোজগার নেই৷ তাই পাঁচ টাকার মা ক্যান্টিন চালাতে হচ্ছে৷ দিদিমণি প্রমাণ করলেন প্রশাসক হিসাবে তিনি সম্পূর্ণ ব্যর্থ৷ মানুষকে ভিখারি করে রেখেছে৷ তাই মানুষরে পাঁচ টাকা দিয়ে খাওয়াচ্ছে৷’’ 

আরও পড়ুন- লালার সম্পত্তি বাজেয়াপ্ত করতে উদ্যোগী সিবিআই, রোজভ্যালির ফ্ল্যাট খালি করার নির্দেশ ইডির

এর জবাবে ফিরহাদ হাকিম বলেন, ‘‘দিলীপবাবু যে দলের সদস্য, তারা সবটাই আদানি-আম্বানির হাতে দিয়ে দিতে চায়৷ ভারতবর্ষের বেশিরভাগ মানুষই গরিব৷ তাদের পাশে কোনও দিনই বিজেপি সরকার দাঁড়ায়নি৷ ফলে তাঁদের এই মনোবৃত্তি থাকাটাই স্বাভাবিক৷ আমরা সাধারণ মানুষের পাশে রয়েছি৷ মানুষের সুবিধার্থে এই প্রকল্প৷ এটা কোনও দান নয়৷’’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =