গার্ডেনরিচের সেই ব্যবসায়ীর ৪৮ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করল ইডি

গার্ডেনরিচের সেই ব্যবসায়ীর ৪৮ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করল ইডি

কলকাতা: প্রায় সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন তল্লাশি অভিযানের পর গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল ১৭ কোটিরও বেশি টাকা। পরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয় তাকে। এবার আমির খানের প্রায় ৪৮ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করল ইডি। ক্রিপ্টোকারেন্সিতে রাখা তার মোট ৪৭ লক্ষ ৬৪ হাজার টাকা ইডি বাজেয়াপ্ত করেছে।

আরও পড়ুন- বাগুইআটি খুনের মোটিভ নিয়ে উঠছে নানা প্রশ্ন, নেপথ্যে কি সম্পর্ক জনিত কারণ?

গত ১০ সেপ্টেম্বর কলকাতা শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর, গার্ডেনরিচ সহ বহু জায়গায় হয় অভিযান। সেই তল্লাশিতেই গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে উদ্ধার হয় মোট ১৭ কোটি ৩২ লক্ষ টাকা। ঘরের খাটের তলা থেকে সেই টাকা উদ্ধার হয়। একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে বহু গ্রাহককে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে আমির-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। ইডি মনে করছে, গেমিং ও ডেটিং সাইট থেকে জালিয়াতি করে হাতানো কোটি কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতে পরিবর্তন করা হয়েছে। এর পাশাপাশি আমিরের আরও সম্পত্তি আছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

ইডি আগেই জানিয়েছিল, মোবাইলে যাঁরা এই গেম খেলতেন, প্রাথমিকভাবে  তাঁদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হত। পেতেন লোভনীয় কমিশন৷ সেই ফাঁদেই পা দিতেন বহু ইউজার৷ যাঁরা কম টাকা বিনিয়োগ করে কমিশন বাবদ মোটা অঙ্ক ওয়ালেটে ভরতে পারতেন, তাঁদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যেত। আমিরের দেওয়া ‘টোপ’ সহজেই গিলে ফেলতেন তাঁরা। আরও বেশি কমিশনের আশায় তাঁরা মোটা টাকা বিনিয়োগ করতে শুরু করতেন৷ তেমনটা হলেই টার্গেট পূরণ। জনগণের কাছ থেকে মোটা টাকা আদায় করে নেওয়ার পর হঠাৎ করেই ওই অ্যাপ থেকে টাকা তোলার সুযোগ বন্ধ করে দেওয়া হত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 4 =