তৃণমূল নেতা শান্তনুর একাধিক ঠিকানায় হানা ইডির, চলছে চিরুনি তল্লাশি

তৃণমূল নেতা শান্তনুর একাধিক ঠিকানায় হানা ইডির, চলছে চিরুনি তল্লাশি

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর ইডির জালে ধরা পড়েছেন আরও এক যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। আপাতত এই দু’জনই দল থেকে বহিষ্কৃত। কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ একাধিক নথি ইতিমধ্যেই খতিয়ে দেখেছে ইডি এবং ১০টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে শান্তনুরও। এবার তাঁর একাধিক সম্পত্তিতে তল্লাশি অভিযান চালিয়েছে গোয়েন্দা সংস্থা। 

আরও পড়ুন- সিবিআই তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে কালীঘাটের কাকু! জেরা চলছে সুজয়কৃষ্ণ ভদ্রকে

শনিবার সকালে তৃণমূলের বহিষ্কৃত এবং ধৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তিতে হানা দেয় ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, হুগলির ব্যান্ডেল চার্চের কাছের একটি বাড়ি এবং বলাগড়ের চাদরার একটি রিসর্টে তালা ভেঙে তল্লাশি শুরু করেছে তারা। পাশাপাশি, তল্লাশি চালানো হচ্ছে ব্যান্ডেলের বালির মোড়ের কাছের দোতলা একটি বাড়িতেও। ইডি আগেই জানতে পেরেছে যে, শান্তনু এবং তাঁর স্ত্রীর নামে বিপুল সম্পত্তি আছে। সেই প্রেক্ষিতেই তার উৎস খুঁজতে এই তল্লাশি অভিযান। এও খবর মিলেছে, নামে-বেনামে একাধিক বাড়ি, ধাবা, রেস্তোরাঁ, হোম স্টে, বাগানবাড়ি, ফ্ল্যাট আছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের।