কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে কালীঘাটের কাকু৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের জেরার মুখে সুজয়কৃষ্ণ ভদ্র৷ বুধবার সকাল পৌনে ১১টা নাগাদ নিজাম প্যালেসে দুই আইনজীবীকে নিয়ে পৌঁছন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বলে পরিচিত সুজয়।
আরও পড়ুন- ধেয়ে আসছে কালবৈশাখী, দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আকাশ?
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ‘কালীঘাটের কাকু’র নামটি প্রথম উঠে এসেছিল গোপাল দলপতির মুখে। গোপালের কথায়, কুন্তল নাকি ঘন ঘন এই কাকুর নাম করত। ও বলত, টাকা দাও, কালীঘাটের কাকুর কাছে পৌঁছে দিতে হবে। পরে তাপস মণ্ডলের মুখেও শোনা যান এই কালীঘাটের কাকুর নাম৷
এদিন নিজাম প্যালেসে ঢোকার মুখে সাংবাদিকদের উদ্দেশ্য করে সুজয়কৃষ্ণ বলেন, ‘‘আমাকে কেন সিবিআই ডেকে পাঠিয়েছে, জানি না।’’ মঙ্গলবার সন্ধে সাড়ে ৬ টা নাগাদ তাঁকে নাকি একটা কাগজ দেওয়া হয়। সেই কাগজে কী লেখা রয়েছে সেটা নাকি তিনি বুঝেই উঠতে পারছেন না। তিনি এও বলেন, “আমার স্ত্রী অসুস্থ। তাসত্ত্বেও এসেছি। নাহলে বলবে অসহযোগিতা করছে”।
সুজয়কৃষ্ণ ভদ্রর পাশাপাশি এদিন নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষকেও। সিবিআই কর্তাদের জেরার মুখোমুখি হতে হবে তাঁকেও৷ কুন্তল ও জয়শ্রীর নামে জয়েন্ট অ্যাকাউন্ট ও সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই৷
কালীঘাটের কাকুর নাম প্রকাশ্যে আসার পরই তাঁকে নিয়ে লেখালেখি শুরু হয়৷ সেই সময় সুজয়কৃষ্ণ নিজেই সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘সাহেব’ বলে বার বার উল্লেখ করেছিলেন তিনি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>